বিনোদন
কলকাতায় কেকের শোকার্ত স্ত্রী-পুত্র, দেহ নিয়ে মুম্বই ফেরার অপেক্ষায়
বিনোদন ডেস্ক
(৩ বছর আগে) ১ জুন ২০২২, বুধবার, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:২৪ অপরাহ্ন

ছেলেকে সঙ্গে নিয়ে বুধবার সকালে কলকাতায় গিয়ে পৌঁছলেন কেকের স্ত্রী জ্যোতি। মঙ্গলবার রাতেই গায়কের মৃত্যু সংবাদ পেয়েছিলেন তার ২১ বছরের জীবনসঙ্গী। তখনই জ্যোতি জানিয়ে দেন, সকালের প্রথম বিমানেই আসবেন কলকাতায়। বুুধবার সকাল ৯টা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায় তার বিমান। তার সঙ্গে ছিলেন পুত্র নকুলও। বুধবার সকালে এসএসকেএমে ময়নাতদন্ত শুরু হওয়ার কথা গায়কের। ইতিমধ্যেই তার মৃত্যুটি অস্বাভাবিক বলে কলকাতার নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করেছেন কেকের সঙ্গীরা। যদিও কেকের স্ত্রী এবং পুত্র বিমানবন্দর থেকে সোজা এসএসকেএমেই যাবেন কি না তা এখনও স্পষ্ট নয়। এমনকি, নিউমার্কেট চত্বরের যে হোটেলে শিল্পীর শেষ কয়েক ঘণ্টা কেটেছে, সেখানেও জ্য়োতি এবং নকুল যাবেন কি না তা স্পষ্ট জানা যায়নি। যদিও ময়নাতদন্তের পরই কেকে-র দেহ নিয়ে মুম্বইয়ে ফিরবেন বলে জানিয়েছেন কেকে-র স্ত্রী এবং পুত্র।
আরো পড়ুন-
কেকে’র ঠোঁটে-কপালে আঘাতের চিহ্ন, অস্বাভাবিক মৃত্যু মামলা পুলিশের
স্পটলাইট নিভিয়ে দাও, আমার চোখে লাগছে
ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী কেকের আকস্মিক মৃত্যু