ঢাকা, ১৪ মে ২০২৪, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিনোদন

‘যতক্ষণ অজ্ঞান না হতাম ততক্ষণ বাবা মারতেন’

বিনোদন ডেস্ক

(১ বছর আগে) ১০ এপ্রিল ২০২৩, সোমবার, ১১:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩৩ পূর্বাহ্ন

mzamin

উদ্ভট পোশাক আর নানা ধরণের মন্তব্য করে সবসময় সংবাদের শিরোনামে থাকেন উরফি জাভেদ। এবার নিজের বাবার বিরুদ্ধে শারীরিক অত্যাচারের অভিযোগ করে খবরের শিরোনাম হলেন তিনি। বেশ কিছুদিন  আগে উরফির ছবি বিকৃত করে তা পর্নো সাইটে পোস্ট করা হয়েছিল। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, আমি টিউব টপ পরা খুব সাধারণ একটি ছবি ফেসবুকে প্রোফাইল পিকচার করেছিলাম, সেই ছবি কেউ ডাউনলোড করে পর্নো সাইটে পোস্ট করেন। আত্মীয়-স্বজন বিষয়টি জানার পর আমাকে দোষারোপ শুরু করেন। আমাকে ‘পর্নো স্টার’ বলা হয়েছিল। আমি অবাক হয়ে বললাম, তাই যদি হবে তাহলে ভিডিও কোথায়? এমনকি আমার বাবাও একথা বলেছিলেন। বাবা আত্মীয়দের বলেন, পর্নো সাইটের লোকজন ৫০ লাখ রুপি দাবি করছেন। আমি সেদিন কিছুই বুঝিনি, কিছু বলতেও পারিনি। কারণ আমাকে মারধর করা হয়েছিল।

বিজ্ঞাপন
কিন্তু কেন মার খাচ্ছি বুঝতে পারিনি। অজ্ঞান না হওয়া পর্যন্ত উরফিকে তার বাবা মারধর করতেন। এসব তথ্য উল্লেখ করে উরফি বলেন, আমি কিছু লোকজনের ‘শিকার’ হয়েছিলাম। আত্মীয়-স্বজনরা এমন করলে মানা যায়। কিন্তু নিজের বাবা এমন করলে মেনে নেওয়া সহজ না। দুই বছর অনেক শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করেছি, লোকজন খারাপ শব্দে আমায় ডাকত। যতক্ষণ অজ্ঞান না হই ততক্ষণ বাবা মারতেন। ওই সময়ে মনে হতো, আত্মহত্যা করি। পরে ১৭ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যাই। ঠাই হয় ভাড়া বাড়িতে। তা জানিয়ে তিনি বলেন, বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর লখনৌতে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতাম আমি এবং আমার বোনেরা। টিউশন করে ভাড়া দিয়েছি। এরপর সেখান থেকে দিল্লিতে এক বন্ধুর ফ্ল্যাটে চলে যাই। সেখানে গিয়ে কল সেন্টারে চাকরি করতাম। তারপর সেখান থেকে মুম্বইয়ে গিয়ে পেয়িং গেস্ট থাকতাম। বিভিন্ন অডিশন দিতে শুরু করি, ফ্যাশনের প্রতি সবসময়ই আমার আগ্রহ ছিল। পরবর্তীতে উরফির বাবা তাদের ছেড়ে অন্য একটা বিয়ে করলে জীবনে শান্তি ফিরে বলেও জানান এই অভিনেত্রী।

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status