ঢাকা, ৬ জুন ২০২৩, মঙ্গলবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৪ হিঃ

অর্থ-বাণিজ্য

রপ্তানি আয়ে ডলারের দাম আরও বাড়লো

অর্থনৈতিক রিপোর্টার
১ এপ্রিল ২০২৩, শনিবারmzamin

রপ্তানি আয়ে ডলারের দাম এক টাকা বাড়িয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন থেকে প্রতি ডলারের বিপরীতে ১০৫ টাকা পাবেন রপ্তানিকারকরা। এতদিন তা ছিল ১০৪ টাকা। নতুন এ দাম আগামী ১লা এপ্রিল কার্যকর হবে। তবে প্রবাসী আয়ে ডলারের দাম অপরিবর্তিত আছে। ব্যাংকিং চ্যানেলে প্রবাসী শ্রমিকরা রেমিট্যান্স পাঠালে প্রতি ডলারে আগের মতোই ১০৭ টাকা পাবেন। সঙ্গে সরকারের আড়াই শতাংশ প্রণোদনাও পাবেন। বৃহস্পতিবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস এসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এবিবি চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেন, এখন থেকে রপ্তানি আয়ের বিপরীতে প্রতি ডলারে ১০৫ টাকা দেয়া হবে। আর রেমিট্যান্সে আগের মতো ১০৭ টাকা পাবেন। কিছু ব্যাংকের আগ্রাসী হয়ে বেশি দামে ডলার কেনার বিষয়ে বলেন, এবিবি ও বাফেদা যৌথভাবে ডলারের রেট পুনর্নিধারণ করেছে।

বিজ্ঞাপন
সবাই জানিয়েছেন এই নির্ধারিত রেটেই কিনবেন। সব ব্যাংককে অনুরোধ করা হয়েছে, যেন সবাই একই রেটে ডলার সংগ্রহ করে। তারপরও যদি কোনো ব্যাংক বেশি দামে ডলার নেয়, তাহলে আমাদের কিছু করার নেই। কারণ তারা কেউই রেগুলেটরি অথরিটি নয়। এটা দেখার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। সুনির্দিষ্ট প্রমাণ পেলে তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। 

বৈঠকে বাফেদা চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আফজাল করিম, এবিবি’র চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেনসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা ছিলেন।

 

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status