বিশ্বজমিন
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ৩১ মার্চ ২০২৩, শুক্রবার, ৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ম্যানহ্যাটানের গ্রান্ড জুরি অভিযোগ গঠন করেছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সাবেক ও বর্তমান প্রেসিডেন্টদের মধ্যে তিনিই প্রথম ফৌজদারি অপরাধের অভিযোগের মুখোমুখি হচ্ছেন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। উল্লেখ্য, ম্যানহ্যাটান ডিস্ট্রিক্ট এটর্নির অফিস সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছেন। তার বিরুদ্ধে অভিযোগ আছে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্নো তারকা স্টর্মি ডানিয়েলের সঙ্গে তার যৌন সম্পর্কের কথা প্রকাশ না করতে এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। এ অভিযোগকে ট্রাম্প রাজনৈতিক নিষ্পেষণ বলে অভিহিত করেছেন।