বিশ্বজমিন
পিতামাতা সহ এক পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা
মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) ২৬ মার্চ ২০২৩, রবিবার, ৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৬ পূর্বাহ্ন

ভারতের হায়দরাবাদে একই পরিবারের চার সদস্য বিষপানে আত্মহত্যা করেছে। হায়দরাবাদ শহরের কুশাইগুড়া এলাকায় অবস্থিত তাদের এপার্টমেন্টে এ ঘটনা ঘটে। নিহতদেরকে সতীশ, তার স্ত্রী বেদা, সন্তান নিশিকেথ (৯) ও নিহাল (৫) হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, এ ঘটনা ঘটেছে শুক্রবার দিবাগত রাতে। কিন্তু পুলিশ খবর পায় শনিবার বিকেলে। এরপর সেখানে ছুটে গিয়ে ঘটনা নিবন্ধিত করে পুলিশ। কুশাইগুড়া পুলিশ স্টেশনের পরিদর্শক পি ভেঙ্কটেশ্বরলু বলেছেন, অজ্ঞাত বিষপানে আত্মহত্যা করেছেন এক পিতা, তার স্ত্রী ও দুই সন্তান। প্রাথমিক তদন্তে জানা গেছে শিশু দুটি হার্টের সমস্যায় ভুগছিল। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছিল। তাতে কোনো কাজ হচ্ছিল না। এতে তাদের পিতামাতা হতাশায় ভুগছিলেন। ফলে তারা আত্মহত্যা করেছেন। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।