ঢাকা, ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

চিরিরবন্দরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে ইউপি সদস্যের বাড়িতে তরুণীর অনশন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
২৬ মার্চ ২০২৩, রবিবার

দিনাজপুরের চিরিরবন্দরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে তিনদিন ধরে ইউপি সদস্যের বাড়িতে অনশন করছেন গাইবান্ধার এক তরুণী। গত ২২শে মার্চ বিকাল থেকে অনশন শুরু করেন ওই তরুণী। জানা গেছে, উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের বড় বাউল গ্রামের মো. সামছুল আলমের একমাত্র ছেলে মো. রেজাউল করিমের সঙ্গে প্রেমের সূত্র ধরে গত ২০২০ সালের ১০ আগস্ট ৪ লাখ টাকা দেনমোহরে গোপনে বিয়ে সম্পন্ন হয় ওই তরুণীর। বিয়ের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই তরুণী। এরপরে অন্তঃসত্ত্বার বিষয়টি প্রেমিক স্বামীকে জানালে সুচতুর স্বামী মুঠোফোন বন্ধ করে যোগাযোগ বন্ধ করে দেয়। অবশেষে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্ত্রী স্বামীর বাড়িতে এলে প্রেমিক স্বামী রেজাউল করিম বাড়ি থেকে পালিয়ে যায়। স্বামীর বাড়ির লোকজন ভুক্তভোগীকে টানাহেঁচড়া করে বাড়ি থেকে বের করে দেয়। বর্তমানে ওই এলাকার ইউপি সদস্য সুমন শাহ্‌র বাড়িতে অবস্থান করছেন ওই প্রেমিকা স্ত্রী।  অনশনকারী ওই তরুণী বলেন, গত ৫ বছর আগে প্রেমিক স্বামী রেজাউল হক গাইবান্ধায় একটি বিয়ের দাওয়াত খেতে এলে সেখানে তাদের পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে তিনি আমাকে দিনাজপুরসহ বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যায় এবং শারীরিক সম্পর্ক করে। ফলে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। অন্তঃসত্ত্বার বিষয়টি আমি তাকে মুঠোফোনে জানালে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। তাই উপায়ান্তর  না পেয়ে স্ত্রীর স্বীকৃতি ও গর্ভের সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে শ্বশুরবাড়িতে এলে সে সটকে পড়ে। শ্বশুরবাড়ির লোকজন আমার সঙ্গে খারাপ আচরণ করে বাড়ি থেকে বের করে দেয়। বাধ্য হয়ে বর্তমানে আমি ইউপি সদস্য সুমন শাহ্‌র বাড়িতে অবস্থান নিয়েছি। সে আরও জানায়, বিয়ের স্বীকৃতি না পেলে আত্মহত্যা করবেন। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ বলেন, লিখিতভাবে কোনো অভিযোগ পাইনি। মৌখিকভাবে জানার পর মেয়ের বাড়ি গাইবান্ধা সদরের ওসি’র সঙ্গে যোগাযোগ করে মেয়ের বাবা-মা’কে আসার অনুরোধ করেছি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ছেলে-মেয়ে উভয়পক্ষের সঙ্গে আলোচনার পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। সমাধান না হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status