দেশ বিদেশ
গলায় ফাঁস দিয়ে স্কুল শিক্ষিকার আত্মহত্যা
স্টাফ রিপোর্টার
২৫ মার্চ ২০২৩, শনিবাররাজধানীর গেণ্ডারিয়ার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক স্কুল শিক্ষিকা। শিক্ষিকার নাম মালেকা জোবাইদা সুমি (৩০)। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। গতকাল দুপুরের দিকে ঘটনাটি ঘটে। স্বজনরা বদ্ধ ঘরে তাকে ফাঁস দেয়া অবস্থায় দেখতে পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা বিকাল ৩টায় তাকে মৃত ঘোষণা করেন। জোবাইদা সুমির স্বামী কাইয়ুম বলেন, আমার স্ত্রী স্বামীবাগের চাইল্ডস টিউটোরিয়াল স্কুলের শিক্ষিকা। তার সঙ্গে পারিবারিক কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। একপর্যায়ে অভিমান করে সে তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। অনেক ডাকাডাকি করার পরেও দরজা না খোলায় সন্দেহ হয়। পরে আমরা দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি বলেন, আমরা গেন্ডারিয়ার কোম্পানীগঞ্জের ২৪/২ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতাম। আমাদের দুই কন্যা সন্তান রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।