অর্থ-বাণিজ্য
একদিন পর আবারও বাড়লো সোনার দাম
অর্থনৈতিক রিপোর্টার
(২ মাস আগে) ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন
দুই দফা দাম কমানোর পর দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৭ হাজার ৬২৮ টাকা। শুক্রবার থেকে সোনার এ নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। অনেকটা সকালে কমিয়ে বিকালে কমানোর মতো বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এর আগে গত ২২শে মার্চ ঘোষণা দিয়ে ২৩শে মার্চ থেকে সোনার নতুন দাম নির্ধারণ করে বাজুস। সব থেকে ভালো মানের দাম কমানো হয় ১ হাজার ১৬৭ টাকা। এর একদিন আগে ২১শে মার্চ ঘোষণা দিয়ে বুধবার ভালো মানের এক ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়। অর্থাৎ দুইদিনে ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা কমানো হয়। তবে বৃহস্পতিবার আবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়া হলো।
মঙ্গলবার ও বুধবার দাম কমানোর ঘোষণা আসার আগে ১৮ই মার্চ ঘোষণা দিয়ে এক লাফে সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয় ৯৮ হাজার ৭৯৪ টাকা। দেশের বাজারে এর আগে কখনো সোনার এত দাম হয়নি। ১৯শে মার্চ থেকে সোনার এ দাম কার্যকর হয়। রেকর্ড এ দাম নির্ধারণের পাঁচদিনের মধ্যে তিন দফায় সোনার দাম পুনর্নিধারণ করা হলো। ২৩
নতুন দাম অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ৯৭ হাজার ৬২৮ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ১৯৫ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৯১ টাকা বাড়িয়ে ৭৯ হাজার ৮৯৮ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৭৫৮ টাকা বাড়িয়ে ৬৬ হাজার ৫৪৩ টাকা করা হয়েছে।
পাঠকের মতামত
কিছু মানুষ সোনার ব্যবসা করছে বিধায় সোনার দাম উঠা নামা করছে। তবে, কোন মধ্যম সম্পদের মানুষ, স্বল্প পরিশ্রমে লাভবান হওয়ার আসায় শেয়ার মার্কেটের মত স্বর্ন ব্যবসায় পুঁজি বিনয়োগ না করাই উত্তম।