ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

সমকামী পরিচয় দিলেও পেতে হবে সাজা, উগান্ডায় নতুন আইন

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ২২ মার্চ ২০২৩, বুধবার, ২:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৯ পূর্বাহ্ন

mzamin

নিজেকে সমকামী হিসেবে পরিচয় দেয়াকেও শাস্তিমূলক অপরাধ হিসেবে ঘোষণা করেছে উগান্ডা। দেশটির পার্লামেন্ট এরইমধ্যে আইনটি পাস করা হয়েছে। একইসঙ্গে সমলিঙ্গের সম্পর্কের শাস্তি আরও কঠিন করার প্রস্তাব করা হয়েছে দেশটিতে। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে জানানো হয়, উগান্ডাসহ আফ্রিকার ৩০টিরও বেশি দেশে সমকামী সম্পর্ক নিষিদ্ধ। তবে মঙ্গলবার পাস হওয়া নতুন আইন অনুযায়ী, নিজেকে সমকামী দাবি করাও এখন উগান্ডায় অপরাধ হিসেবে গণ্য করা হবে। ফলে দেশটিতে কেউ যদি এখন নিজেকে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল বা ট্রান্সজেন্ডার দাবি করে তাহলে তাকে শাস্তি পেতে হবে। উগান্ডার এমন আইন পাসের নিন্দা জানিয়ে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

পার্লামেন্টের ভোটাভুটিতে একজন ছাড়া সবাই সমকামিতার বিরুদ্ধে ভোট দিয়েছে। এ আইনের সমর্থকরা বলছেন, সমকামীদের প্রচারণা বন্ধে আইন কঠিন করা অত্যন্ত জরুরি ছিল। এসব পশ্চিমা সংস্কৃতি  আফ্রিকার রক্ষণশীল এবং ধর্মীয় ঐতিহ্যগত মূল্যবোধকে হুমকির মুখে ফেলেছে। পার্লামেন্টে পাস হওয়ার পর আইনটি বাস্তবায়নে এখন প্রেসিডেন্টের স্বাক্ষরের দরকার পড়বে।

বিজ্ঞাপন
তাই আইন স্বাক্ষর করতে এটিকে প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনির কাছে পাঠানো হয়েছে। 

মুসেভেনি বর্তমান আইন সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেননি। তবে দীর্ঘকাল ধরেই তিনি সমকামীদের অধিকারের বিরোধিতা করছেন। এর আগে ২০১৩ সালে তিনি সমকামিতাবিরোধী আইন চালু করেন। সেসময় পশ্চিমা দেশগুলো এর তীব্র নিন্দা জানিয়েছিল। তবুও সিদ্ধান্ত থেকে সরে আসেননি মুসেভিনি। ৭৮ বছর বয়সী এই নেতা একাধিকবার জানিয়েছেন যে, সমকামিতা নিষিদ্ধ নিয়ে পশ্চিমাদের চাপকে তিনি গুরুতর মনে করেন না। তবে তিনি পশ্চিমা দাতা এবং বিনিয়োগকারীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চান। 

আইনপ্রনেতা ডেভিড বাহাটি পার্লামেন্টে বলেন, আমরা যা করছি তাদের আমাদের ঈশ্বর খুশি হবেন। আমাদের শিশুদের ভবিষ্যত রক্ষা করার জন্য বিলটি জরুরি ছিল। এটি আমাদের জাতির সার্বভৌমত্ব নিশ্চিত করবে। কারও উচিৎ নয় আমাদের ব্ল্যাকমেইল করা কিংবা ভয় দেখানো।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

‌‌‘‌আমাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা নয়’‌/ আমেরিকাকে সতর্ক করলো উপসাগরীয় দেশগুলো

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status