বিশ্বজমিন
ইসরাইলি মন্ত্রীর বক্তব্যকে ‘বর্ণবাদী’ আখ্যায়িত করে নিন্দা
মানবজমিন ডেস্ক
(২ মাস আগে) ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১০:৩৩ অপরাহ্ন

ফিলিস্তিনি জনগণের কোনো অস্তিত্ব প্রত্যাখ্যান করেছে ইসরাইলের উগ্র ডানপন্থি অর্থমন্ত্রী বেজালের স্মোট্রিচ। তার এমন মন্তব্যকে বর্ণবাদী বলে নিন্দা জানিয়েছে ফিলিস্তিন, মিশর ও জর্ডান। ওদিকে ইসরাইলি রাষ্ট্রদূতকে তিরস্কার জানাতে সমন পাঠিয়েছে আম্মান। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এর আগে মার্চের শুরুতে একই মন্ত্রী দলখীকৃত পশ্চিম তীরের একটি শহরকে নিমূর্ল করে দেয়ার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক ক্ষোভের মুখে পড়ে। রোববার প্যারিসে ফরাসি-ইসরাইলি জায়নবাদী অধিকারকর্মী জ্যাকস কুফার স্মরণে এক অনুষ্ঠানে তাকে উদ্ধৃত করে সে বলে, ফিলিস্তিনি বলতে কিছু নেই। কারণ, ফিলিস্তিনি জনগণ বলতে কিছু নেই। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওদিকে জর্ডানের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে মঙ্গলবার বলেছেন, ইসরাইল তাদেরকে নিশ্চিত করেছে যে স্মোট্রিচের আচরণ তাদের সরকারের অবস্থান নয়। সোমবার জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, তাকে ইসরাইলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, প্রতিবেশীদের সার্বভৌমত্ব এবং অখ-তার প্রতি শ্রদ্ধা আছে ইসরাইলের।