ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবো: মির্জা ফখরুল

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
২২ মার্চ ২০২৩, বুধবার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সকল মানুষের বাক স্বাধীনতা পুনরুদ্ধার করে গণতন্ত্রের পরিধি বাড়াতে হবে। দেশের শিক্ষাব্যবস্থায় অসামান্য ভূমিকা রেখেছেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। গতকাল বিকালে বরগুনার বেতাগী উপজেলার ৪নং মোকামিয়া ইউনিয়নে নুরজাহান আইডিয়াল গার্লস স্কুল ও কৃষি কলেজ উদ্বোধন করার সময় তিনি এসব কথা বলেন। তার আগমন ঘিরে ব্যাপক উৎসব উদ্দীপনা দেখা যায়। প্রশাসনের ব্যাপক নজরদারিতে ছিল পুরো এলাকা। জিয়া পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার মো. আব্দুল কুদ্দুসের একক প্রচেষ্টায় প্রতিষ্ঠা করেন গার্লস স্কুল ও কৃষি কলেজ। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, দক্ষিণাঞ্চলের শিক্ষাঙ্গনে মেয়েদের যুক্ত করতে এই প্রতিষ্ঠান অনন্য ভূমিকা পালন করবে আশা করি। আপনারা জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতটা ছেলেদের সুবিধা নিয়ে কাজ করেছেন তার চেয়ে মেয়েদের জন্য বেশি করেছেন। দেশের স্বার্থে সকলকে ঐক্যমত হতে হবে।

বিজ্ঞাপন
জিয়া পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা। এর আগে কলেজের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন এবং সাফল্য কামনায় দোয়া করা হয়।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status