বিশ্বজমিন
এবার বৃটেনে কোরআন পোড়ানোর ঘোষণা পালুদানের, প্রবেশের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ
মানবজমিন ডেস্ক
(২ মাস আগে) ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৪ পূর্বাহ্ন

কট্টোর ডান-পন্থী এবং ইসলামবিদ্বেষী রাসমুস পালুদান বৃটেনে প্রবেশের অনুমতি পাননি। বুধবার বৃটেনের ওয়েকফিল্ডে কোরআন পোড়ানোর হুমকি দিয়েছিলেন তিনি। কিন্তু এ উদ্দেশ্যে বৃটেনে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন পালুদান। বিষয়টি নিশ্চিত করেছেন বৃটিশ নিরাপত্তামন্ত্রী টম টুগেনধাত। যদিও ঠিক কি কারণে তাকে প্রবেশের অনুমতি দেয়া হয়নি তা জানাননি তিনি। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে জানানো হয়েছে, সম্প্রতি ওয়েকফিল্ড স্কুলে কোরআন পোড়ানোর কারণে চার শিক্ষার্থীকে বহিস্কার করা হয়। এরপরই গত রোববার টুইটারে একটি ভিডিও আপলোড করেন পালুদান। এতে তিনি বলেন, ওইসব শিক্ষার্থীর পাশে দাঁড়াতে এবং ‘অগণতান্ত্রিক শক্তির’ বিরোধিতা করতে ওয়েকফিল্ড সফরে যাবেন তিনি। সেখানে গিয়ে কোরআন পোড়ানোর পরিকল্পনার কথাও জানান পালুদান।
এর আগে বিভিন্ন দেশে ইসলামবিরোধী আন্দোলন গড়ে তুলেছেন পালুদান। বেশ কয়েকবার মুসলিমদের কাছে পবিত্র ধর্মগ্রন্থ পুড়িয়ে বিশ্বব্যাপী নিন্দার মুখে পড়েছেন।
পাঠকের মতামত
সারা বিশ্ব দেখছে, কারা সভ্য এবং কারা বর্বর! কোরআনের আলোয় উদ্ভাসিত সারা পৃথিবী। সেই কোরআনের বিরুদ্ধে লেগেছে কুৎসিত কদর্য শয়তানের অনুচরবৃন্দ। ধ্বংস হোক পাপিষ্ঠদের হাত।
I hate him
আপনারা ছাড়া ইসলাম ঠিকই বিজয়ী হয়ে যাবে কিন্তু ইসলাম ছাড়া আপনারা ধংস
তোর সাহস থাকলে বাংলাদেশে আয়।একদম ফাইড়া ফালামু।bustered কোথাকার।