দেশ বিদেশ
আল-মানার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন
অনলাইন ডেস্ক
২১ মার্চ ২০২৩, মঙ্গলবার
লালমাটিয়ার সাতমসজিদ রোডে ১৪তলাবিশিষ্ট সম্পূর্ণ ভবনে মা ও শিশু সাভির্স নিয়ে আল-মানার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে ধাত্রীবিদ্যা ও গাইনিকোলজি পেশায় নিয়োজিত পেশাজীবীর শিক্ষক অধ্যাপক ডা. টি.এ. চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিসিপিএস’র প্রাক্তন প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সানাওয়ার হোসাইন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট মেডিকেল শিক্ষাবিদ, গবেষক ও স্বাস্থ্য প্রশাসক প্রফেসর ডা. আবু খলদুন আল-মাহমুদ, হাসপাতালের ভাইস চেয়ারম্যান মো. সরওয়ার জাহান চৌধুরী, হাসপাতালের সাবেক চেয়ারম্যান ডা. সুলতান আহমেদ, বিশিষ্ট গাইনিকোলজিস্ট অধ্যাপক ডা. এস আর বেগম ,অধ্যাপক ডা. সুরাইয়া বেগম ও অধ্যাপক ডা. মাসুদা বেগম রানুসহ হাসপাতালের সম্মানিত পরিচালকবৃন্দ, শেয়ারহোল্ডার ও সম্মানিত কনসালটেন্টবৃন্দ।