বিশ্বজমিন
পুতিনের মুখে প্রশস্ত হাসি
মানবজমিন ডেস্ক
(৩ দিন আগে) ১৯ মার্চ ২০২৩, রবিবার, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৬ পূর্বাহ্ন

ভ্লাদিমির পুতিনের মুখে প্রশস্ত হাসি। এর কারণ, তিনি ইউক্রেনে আগ্রাসন চালিয়ে বেআইনিভাবে দখল করে নিয়েছেন দেশটির মারিউপোল। সেই মারিউপোলে তিনি ঘুরলেন। দখল করে নেয়া অঞ্চলে প্রশান্তির নিশ্বাস ছাড়লেন। মনে মনে সুখ বোধ করলেন। এমন ছবি প্রকাশ হয়েছে মিডিয়ায়। অনলাইন আল জাজিরা বলছে, পুতিন হেলিকপ্টারে করে উড়ে যান মারিউপোলে। এরপর গাড়িতে করে শহরের ভিতর দিয়ে ঘোরেন এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এসব তথ্য রাশিয়ার বার্তা সংস্থা তাস-এর। উল্লেখ্য, মারিউপোল হলো ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের একটি শহর।
পাঠকের মতামত
Putin is real hero in the world---- Shahid
Putin is real hero against USA & Europeans commercial & milters tarries .
কত বড় স্বেইরাচার সাম্রাজ্যবাদী আর ডাকাত চরিত্রের মানুষ । সকল আন্তজাতিক আইন কানুনের তোয়াক্কা না করে অন্য দেশ দখল করে তিপ্তির হাসি হাসে । সাম্রাজ্যবাদী , এক নায়ক মাফিয়া শাসকদের চরিত্র এমনই হয় । যুগে যুগে রুশ শাসকেরা নিজ দেশের নিরপরাদ মানুষ আর সংখ্যা লঘু বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের রক্ত চুষতে চুষতে তারা এখন প্রতিবেশি দেশের জনগণের প্রতি ও হাত বাড়িয়েছে
পুতিন যদি ইউক্রেন দখল না করতো তাহলে বিশ্বে আরো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতো, যেমন রাশিয়ার নিরাপত্তার কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত সেইসাথে ভয়ংকর আই এস জঙ্গিরা পুনরায় মুসলিম দেশগুলোকে দখল করে নিতো। পৃথিবীটা বেহেস্তখানা নয় , এখানে ক্ষমতার ভারসম্মের প্রয়োজন আছে , একক ভাবে ক্ষমতাধর ব্যাক্তি বা দেশ নিজের স্বার্থে যেকোনো সময় পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে তাই ক্ষমতার সুষ্ঠ বন্টন যেভাবেই হোক কায়েম করতে হবে।
পুতিন ঠিকই করেছে আরও কঠিন অভিযান করা উচিত ঐ দেশ গুলোতে আমি ছিলাম ইউক্রেন জাতি অসভ্য বর্বর।ন্যাটোর সাথে চুক্তি অনুযায়ী রাশিয়া সীমান্তে ন্কোন দেশকে ন্যাটো সদস্য বানানো যাবে না যা রাশিয়ার নিরাপত্তার জন্য।হুমকি ইউক্রোনের এই ইহুদি জোকার প্রেসিডেন্ট আমেরিকার প্ররোচনায় ন্যাটোর সদস্য হতে চেয়ে ছিল।ফিলিস্তিন নিয়ে ন্যাটোর নীরবতা মুসলিম ধ্বংসের সমর্থক।
স্বৈর শাসকরা এরকমই হয়, পুতিনের পরিণতি স্টালিনের চেয়েও খারাপ হবে।