ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

রমজানে যথেষ্ট খাদ্য মজুত রয়েছে, দাম বাড়ার সুযোগ নেই

শরীয়তপুর প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, রবিবার
mzamin

 এ বছর রমজানে দেশে যথেষ্ট পরিমাণের খাদ্য মজুত রয়েছে। দাম বাড়ানোর কোনো প্রয়োজন নেই। তারপরও যদি কোনো অসাধু ব্যবসায়ীরা রমজানে দাম বাড়ায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। রামজান মাসটি হলো সংযমের মাস। এই মাসে সবার সংযম থাকাটাই জরুরি। শরীয়তপুরের ডামুড্যায় স্মার্ট ভিলেজ এক্সপো  (ডিজিটাল পল্লী) মেলা শেষে এই কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

মন্ত্রী বলেন, আমরা দেশকে হাতের মুঠোয় করার লক্ষ্যে এই ডিজিটাল পল্লী মেলার আয়োজন করেছি। বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আমরা অনেক সতর্কতার সঙ্গে সামনের দিকে এগুচ্ছি। এখন আমাদের ভিশন-২০৪১ সালে দেশ স্মার্ট বাংলাদেশ হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশ হবে উন্নত, শিক্ষিত, চিকিৎসা এগিয়ে যাবে।

বিজ্ঞাপন
সবাই সবার কথা ভাববে, সবার বাড়ি থাকবে, সবার শিক্ষা থাকবে এই স্বপ্নটি তার সুযোগ কন্যা শেখ হাসিনা পূরণ করে দিয়েছেন। আমরা বড় ভাগ্যবান তার মতো একজন নেত্রী আমাদের রয়েছে। গত ১৪ বছর নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। সামনেও করে যাবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের দেশে খাদ্যের কোথাও কোনো সংকট নেই। আমরা এক কোটি পরিবারকে রমজান সামনে রেখে বিভিন্ন পণ্য বিতরণ করছি। গ্রাম অঞ্চলে ছোলা ও শহরে খেজুর দিচ্ছি। আমরা ব্যবসায়ীদের বলেছি ন্যায্য যে দাম আছে তা রাখবেন। আমাদের কোনো সংকট নেই। বিভিন্ন দেশে আমরা দেখতে পাই রমজান মাস আসলে তারা পণ্যের দাম কমিয়ে দেয়। আর ক্রেতাদের বলতে চাই তারা রমজান মাস আসলেই একসঙ্গে মাসের পুরো বাজারটা করে। তারা যেন এটি না করে। এতে করে এমনিতেই খাদ্যদ্রব্য বাজারে কমে যায়। আর অসাধুরা সুযোগ পায়।

ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাসিবা খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ই-ক্যাব সাধারণ সম্পাদক, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লি. ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম, ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আম্বারীন রেজা, দারাজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদুল হক, জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এসডিজি বিষয়ক) মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেনসহ আরও অনেকেই। মেলায় ৭০টি স্টল বসে। এর মধ্যে জেলার ১৩টি স্টল রয়েছে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মোবাইল হ্যান্ডসেট/ ‘মেইড ইন বাংলাদেশ’ এখন সংকটে

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status