বিশ্বজমিন
চার মাসের মধ্যে ভারতে করোনা আক্রান্তে রেকর্ড
মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) ১৮ মার্চ ২০২৩, শনিবার, ৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৮ অপরাহ্ন

চার মাসেরও বেশি সময়ের মধ্যে ভারতে প্রতিদিনের হিসেবে নতুন করে করোনা সংক্রমণ রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের শনিবার সকালের তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘন্টায় ভারতে কমপক্ষে ৮০০ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪১ জন। সব মিলে চার মাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৩৮৯। অন্যদিকে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৪৬ লাখ। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়েছে, ঝাড়খন্ড এবং মহারাষ্ট্রে একজন করে মারা গেছেন। ডাটা বলছে, সবচেয়ে বেশি ভাইরাল সংক্রমণ দেখা দিয়েছে কেরালা, মহারাষ্ট্র, কর্নাটক এবং গুজরাটে। ভারতে চার মাসে প্রতিদিনের হিসেবে গড়ে প্রতি মাসে আক্রান্তের সংখ্যা দ্বিগুন হচ্ছে। এক মাস আগে ১৮ই ফেব্রুয়ারি সেখানে গড়ে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ১১২। তা ১৮ই মার্চে এসে দাঁড়িয়েছে ৬২৬। এ পরিস্থিতিতে এরই মধ্যে কেন্দ্রীয় সরকার ৬টি রাজ্যকে ভাইরাল সংক্রমণ নিয়ন্ত্রণে দৃষ্টি দেয়ার আহ্বান জানিয়েছে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা ও কর্নাটককে এমন আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে।