ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

ইমরান খানের বাড়ি থেকে একে-৪৭ উদ্ধার!

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ১৮ মার্চ ২০২৩, শনিবার, ৬:২১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৬ অপরাহ্ন

mzamin

ইমরান খান যখন ইসলামাবাদে তখন তার অনুপস্থিতিতেই লাহোরে জামান পার্কে তার বাসভবনে তল্লাশি চালিয়েছে পুলিশ। তাদের দাবি, এ সময় ওই বাসভবন থেকে একে-৪৭সহ অ্যাসল্ট রাইফেল, এক কেস বুলেট উদ্ধার করেছে। আইন প্রয়োগকারীদের বিরুদ্ধে সহিংস প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করেছে  দলীয় কমপক্ষে ৬০ নেতাকর্মীকে। শনিবার তোষাখানা মামলার শুনানিতে ইসলামাবাদ রওনা হন ইমরান খান। এরপরই পাঞ্জাব পুলিশ জোর করে তার বাসভবনে প্রবেশ করে। ইমরান খানের বাসভবনের বাইরে ‘নিরাপত্তা ক্যাম্প’ স্থাপন করেছিলেন দলীয় নেতাকর্মীরা। তা পরিষ্কার করতে পুলিশ সকালে ইমরানের বাসভবনে অভিযান চালায়। এর আগে এক ঘোষণায় পুলিশ বলে, সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সবাইকে অনুগ্রহ করে সরে যেতে বলা হয়। টেলিভিশন ফুটেজে দেখা যায়, ইমরান খানের বাসায় লোহার গেট পুলিশ ভেঙে দিচ্ছে। 

এক পর্যায়ে তারা পিটিআইয়ের বেশ কিছু নেতাকর্মীকে তাদের হেফাজতে নিয়েছে।

বিজ্ঞাপন
আইন প্রয়োগকারীরা অভিযোগ করেন, তাদের দিকে গুলি করা হয়েছে। ইমরান খানের বাড়ির ভিতর থেকে হাতবোমা ছোড়া হয়েছে। ওদিকে জামান পার্কে অভিযান চালানো নিয়ে প্রশাসনের সঙ্গে পিটিআইয়ের শুক্রবার একটি চুক্তি হয়। এরপরই শনিবার জামান পার্কে মোতায়েন করা হয় এক কন্টিনজেন্ট পুলিশ। তারও আগে ইমরানের বাসভবনের ভিতরে তল্লাশি অভিযান চালানোর অনুমোদন দেয় সন্ত্রাস বিরোধী একটি আদালত। অভিযান চালিয়ে পুলিশ ওই বাড়িতে হাতবোমা তৈরির সরঞ্জাম উদ্ধারেরও দাবি করেছে। সংবাদ সম্মেলনে পাঞ্জাব পুলিশের ইন্সপেক্টর জেনারেল উসমান আনোয়ার বলেছেন, তল্লাশি শেষ করেছে পুলিশ। জামান পার্কে অপারেশন সম্পন্ন হয়েছে। তারা একে-৪৭ উদ্ধার করেছেন। পাওয়া গেছে ৫টি কালাশনিকভ। এসব অস্ত্রের আইনগত অবস্থা মূল্যায়ন করা হচ্ছে। তল্লাসি চালানোর আগে ওই পার্ক এলাকার চারদিক শিপিং কন্টেইনার দিয়ে ব্লক করে দেয়া হয়।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ায় মৃতের সংখ্যা ১৪৩, সব অপরাধী গ্রেপ্তার/ যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি কানে তোলেননি পুতিন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status