ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

পাকিস্তান

সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি বিলাওয়ালের

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ৬ মার্চ ২০২৩, সোমবার, ১০:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৪২ অপরাহ্ন

mzamin

সিন্ধুর বন্যা দুর্গতদের ত্রাণ দেয়ার প্রতিশ্রুতি পূরণ করা না হলে ফেডারেল সরকার ত্যাগ করবে পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি। দলটির চেয়ারম্যান এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি এ ঘোষণা দিয়েছেন।  এছাড়া তিনি ডিজিটাল আদমশুমারি পদ্ধতি নিয়েও আপত্তি জানিয়েছেন। একেক প্রদেশে একেক পদ্ধতিতে হওয়া আদমশুমারিকে তিনি অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন। এ খবর দিয়েছে করাচিভিত্তিক গণমাধ্যম ডন।
খবরে বলা হয়, রোববার করাচিতে বন্যাকবলিত কৃষকদের জন্য বিআইএসপির অধীনে বীজ ভর্তুকি কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এই মন্তব্য করেন। বিলাওয়াল বলেন, বন্যা দুর্গতদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পূরণ করা প্রয়োজন অন্যথায় আমাদের ফেডারেল সরকারের অংশ হিসেবে থাকা কঠিন হবে। গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সিন্ধু প্রদেশের খয়েরপুর জেলার বন্যাকবলিত পীর গুড্ডু এবং কোট ডিজি এলাকায় বন্যা পরবর্তী পুনর্বাসন কাজ পরিদর্শন করেন এবং বন্যা দুর্গতদের জন্য ঘর নির্মাণের ঘোষণা দেন।

পিপিপি নেতা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তার তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, ফেডারেল সরকার বন্যার্তদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করা হয়নি। তিনি আরও বলেন, দেশে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে বন্যাকবলিত জনগোষ্ঠী কঠিন সময় পার করছে। কেন্দ্রীয় সরকারের উচিত বন্যা দুর্গতদের অগ্রাধিকার দেয়া। যদি শেহবাজ শরীফ কোনও প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তাহলে সেগুলো পূরণ করতে হবে।

বিজ্ঞাপন
সিন্ধু প্রদেশের ক্ষমতায় রয়েছে বিলাওয়ালের দল। তিনি আশ্বাস দিয়ে বলেন, সিন্ধুর ক্ষমতাসীন দল জাতীয় পরিষদের পাশাপাশি প্রধানমন্ত্রীর সামনেও বিষয়টি উত্থাপন করবে। তিনি আশা করেন যে, সরকার প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে তার উদ্বেগ দূর করবে। 

এদিকে এদিন চলমান সপ্তম জাতীয় এবং প্রথমবারের মতো ডিজিটাল আদমশুমারি নিয়ে আপত্তি প্রকাশ করেন পিপিপি চেয়ারম্যান। বলেন, এমন সময়ে আদমশুমারি করা হচ্ছে যখন সাধারণ নির্বাচন ঘনিয়ে আসছে। এটা কিভাবে ন্যায়সঙ্গত যে একটি প্রাদেশিক বিধানসভার নির্বাচন হবে ২০১৮ সালের আদমশুমারির ভিত্তিতে আর অন্য প্রাদেশিক বিধানসভার নির্বাচন হবে ডিজিটাল আদমশুমারির ভিত্তিতে। পিপিপির কাছে এটি গ্রহণযোগ্য নয়। যদি ফেডারেল সরকার আমাদের আপত্তিগুলির সমাধান না করে তবে সিন্ধু সরকার চলমান আদমশুমারিকে সমর্থন করবে না।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status