অর্থ-বাণিজ্য
পোশাক শ্রমিকদের মজুরি কোনো মতেই ২৫ হাজার টাকার নিচে হওয়া উচিত নয়: আনু মুহাম্মদ
অর্থনৈতিক রিপোর্টার
(১ মাস আগে) ২৬ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ১১:১৮ অপরাহ্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, দারিদ্রসীমার আয়ের যে মানদণ্ড, তার চেয়ে শ্রমিক কম মজুরি পায়। সেই হিসেবে বর্তমান বাজার পরিস্থিতিতে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কোনো মতেই ২৫ হাজার টাকার নিচে হওয়া উচিত নয়। শনিবার পোশাক শ্রমিকদের মজুরি বিষয়ে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভায় মজুরি বাড়ানোর দাবিতে আগামী ১লা মার্চ মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয় সংগঠনটি। অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বর্তমানে শ্রমিকের মজুরি পুনর্নির্ধারণ করা উচিত। আর ন্যূনতম মজুরির দাবি কোনো দয়া বা দাক্ষিণ্যের বিষয় না, এটা শ্রমিকের অধিকার। উন্নয়নের গল্প যে বলা হয়- এই উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করা হচ্ছে; আবার পরিবেশ দূষণের প্রভাবও শ্রমিকের উপরেই পড়ে। বাংলাদেশের তুলনায় পৃথিবীতে এত কম মজুরি আর কোথাও দেয়া হয় না। পোশাক রপ্তানির বিষয়ে আমরা যদি পাল্লা দিতে পারি, তাহলে ন্যূনতম মজুরি প্রদানে আমরা কেন অপরাপর দেশের সাথে পাল্লা দিতে পারছি না? উৎপাদন ব্যয় বাড়লে যদি মূল্য সমন্বয় করা হয়, তাহলে উৎপাদনের অন্যতম প্রধান শক্তি শ্রমিকের মজুরি কেন বাড়বে না? তিনি বলেন, মূল্যস্ফীতির জন্য যুদ্ধকে অজুহাত হিসেবে দেখানো হচ্ছে। এ সংকট তৈরি হত না যদি সরকার গ্যাস, তেলসহ জ্বালানি ইস্যুতে পুরো মাত্রায় আমদানি নির্ভর না হতো।