দেশ বিদেশ
বইমেলায় আলোড়ন তৈরি করেছে মিরাজ হোসেনের বই ‘তবু ফুল ফুটুক’ ও ‘ব্যাখ্যাতীত’
অনলাইন ডেস্ক
(৯ মাস আগে) ২৫ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৩ পূর্বাহ্ন

লেখক এম মিরাজ হোসেনের চতুর্থ উপন্যাস ‘তবু ফুল ফুটুক’ প্রকাশিত হয়েছে এবারের একুশে বইমেলায়। সত্য ঘটনা অবলম্বনে রচিত এই বইটি ইতিমধ্যেই পাঠকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে। বইটির প্রকাশনা প্রতিষ্ঠান নওরোজ কিতাবিস্তানের স্টলে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন বয়সের বইপ্রেমীরা।
এবারের বইমেলা সম্পর্কে নওরোজ কিতাবিস্তানের স্বত্বাধিকারী মঞ্জুরুল ইসলাম চৌধুরী চন্দন বলেন, কাগজের দাম বাড়ায় এ বছর বইয়ের দাম বাড়াতে হয়েছে। এতে বই বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে। গত বছরের তুলনায় এ বছর অনেক কম সংখ্যক বই প্রকাশিত হয়েছে। মেলায় ভিড় ভালো হলেও বিক্রি কম। এর মধ্যে কিছু বই ভালো করছে। লেখক এম মিরাজ হোসেনের বই 'তুবু ফুল ফুটুক' ভালো বিক্রি হচ্ছে।
এম মিরাজ হোসেন নতুন বই সম্পর্কে বলেন, বইয়ের বাজার বেশ চড়া। তারপরও ‘তবু ফুল ফুটুক’ বইটি ভালো বিক্রি হচ্ছে। গ্রামীণ সমাজের এক করুণ চিত্র ফুটে উঠেছে বইটিতে।
উল্লেখ্য, গত বছর এম মিরাজ হোসেনের দ্বিতীয় বই 'আপন নামা' এর প্রকাশনা প্রতিষ্ঠানের সর্বোচ্চ বিক্রিত বই এবং ২০২২ সালের একুশে বইমেলায় সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় রয়েছে। তার প্রতিটি বই ভিন্ন ধারার।
গত বছর, তিনি সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি পরিষদ থেকে ইন্দিরা গান্ধী স্বর্ণপদক এবং আসামের মানব বিকাশ পরিষদ থেকে স্বর্ণপদক লাভ করেছেন।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]