অর্থ-বাণিজ্য
রপ্তানি আয়ের ডলারে ৫০ পয়সা বেশি দেয়ার সিদ্ধান্ত
অর্থনৈতিক রিপোর্টার
(১ মাস আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ৯:১৩ অপরাহ্ন
গত ডিসেম্বর ও জানুয়ারি মাসের রপ্তানি আয়ের ডলারের বিপরীতে অতিরিক্ত ৫০ পয়সা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এসোসিয়েশন অব ব্যাংকার্স (এবিবি)। সিদ্ধান্ত অনুযায়ী, ২৮শে ফেব্রুয়ারির মধ্যে এই দুই মাসের আয় দেশে আনা হলে অতিরিক্ত এই সুবিধা দেয়া হবে। অর্থাৎ এ ক্ষেত্রে রপ্তানিকারকেরা ডলারপ্রতি ১০৩ টাকা ৫০ পয়সা পাবেন।
এবিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন বলেন, ডিসেম্বর ও জানুয়ারি মাসের রপ্তানি আয়ের ডলার আগামী ২৮শে ফেব্রুয়ারির মধ্যে দেশে আনলে অতিরিক্ত ৫০ পয়সা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এসব আয় আনলে এই সুবিধা দেয়া হবে।
জানা যায়, এর আগে নভেম্বর ও ডিসেম্বর মাসের রপ্তানি আয় নগদায়নের ক্ষেত্রে এই সুবিধা দেয়া হয়েছিল। চলতি মাসের ১ তারিখে রপ্তানি বিল নগদায়নে ডলারের দর বেঁধে দেয়া হয়েছিল। তখন বাফেদা ও ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির যৌথ সভায় ব্যাংকগুলো রপ্তানি আয় নগদায়নে ডলারপ্রতি ১০৩ টাকা দেয়ার সিদ্ধান্ত হয়। তার আগে দেয়া হতো ১০২ টাকা।
করোনার পরে দেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করে। এরপর অর্থনীতিতে আঘাত হানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর প্রভাবে গত বছরের এপ্রিল থেকে দেশে ডলার সংকট শুরু হয়। ডলারের এই সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ডলারের দাম বেঁধে দেয়।
এরপর গত বছরেরই সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক ডলারের দর নির্ধারণের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়। এ দায়িত্ব দেয়া হয় এবিবি ও বাফেদাকে। এর পর থেকে দুই সংগঠনের নেতারা বিভিন্ন লেনদেনে ডলারের দর নির্ধারণ করে আসছেন।