ঢাকা, ২ এপ্রিল ২০২৩, রবিবার, ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ১০ রমজান ১৪৪৪ হিঃ

অর্থ-বাণিজ্য

বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৩-এ বেস্ট স্টার্টআপ ইনোভেশন পুরস্কার জিতলো শপআপ

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ৫:১৭ অপরাহ্ন

mzamin

বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৩’-এ বেস্ট স্টার্টআপ ইনোভেশন-এর পুরষ্কার জিতেছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা সংক্রান্ত সকল সমস্যা সমাধানে দেশের সর্ববৃহৎ স্টার্টআপ প্রতিষ্ঠান ‘শপআপ’। শপআপ-এর কমার্স প্ল্যাটফর্ম মোকাম, এই সমস্যাগুলোর সমাধান করতে বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান, ব্র্যান্ড এবং মিলের সাথে চুক্তি করে খাদ্যদ্রব্যাদি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য মুদিদোকান পর্যন্ত পৌঁছে দেয়। বর্তমানে মোকামের আওতাধীন মুদি দোকানের মাধ্যমে বিভিন্ন খাদ্যদ্রব্য ও পণ্য দেশের ২ কোটি মানুষের নিকট পৌঁছায়। দেশের সর্ববৃহৎ লজিস্টিকস সেবা ‘রেডএক্স’ শপআপ-এর তত্ত্বাবধায়নেই পরিচালিত হয়, যা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পৌঁছে দেয় মুদি দোকানের দোরগোড়ায়। খাদ্যদ্রব্য সরবরাহ খাতে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করতে শপআপ বদ্ধপরিকর। এটি বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডের ৪র্থ সংস্করণ, যা বাংলাদেশ ইনোভেশন ফেস্টের একটি অংশ এবং দেশের বিভিন্ন শিল্পে সাম্প্রতিক উদ্ভাবন ও অগ্রগতিকে প্রদর্শন ও পুরস্কৃত করে থাকে। এই পুরস্কারটি বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়িক খাতের প্রবৃদ্ধি ও উন্নয়নে শপআপের অবদানের স্বীকৃতি এবং দেশের খাদ্য সরবরাহ চেইন অবকাঠামোর ঘাটতি পূরণে শপআপ-এর ইতিবাচক কাজের প্রতিফলন। 

এ প্রসঙ্গে শপআপ-এর ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর রাকিবউদ্দৌলা চৌধুরী বলেন, “বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিয়ে উদ্ভাবনমূলক কাজের জন্য এই অ্যাওয়ার্ড পেয়ে আমরা গর্বিত। আমাদের উপর আস্থা রাখার জন্য আমাদের ব্যবসায়িক পার্টনারদের অসংখ্য ধন্যবাদ। এই স্বীকৃতি দেশজুড়ে ৮ কোটি মানুষের কাছে খাদ্য ও প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ চালিয়ে যেতে আমাদের অনুপ্রেরণা জোগাবে।” বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডে শপআপ-এর এই সাফল্য তাদের উদ্ভাবনের প্রতি একাগ্রতা এবং বাংলাদেশের ছোট ব্যবসা খাতের উন্নয়নে তাদের অবদানের প্রমাণস্বরূপ। ক্ষুদ্র ব্যবসার ক্ষমতায়ন এবং টেকসই ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে শপআপ তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

 

বিজ্ঞাপন

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status