ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

পাকিস্তানে আনা হয়েছে পারভেজ মোশাররফের মরদেহ, দাফন হবে করাচিতে

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১০:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৩৮ অপরাহ্ন

mzamin

দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোববার সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ৭৯ বছর বয়সে মারা গেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। সোমবার তার মরদেহ পাকিস্তানে আনা হয়।  মঙ্গলবার করাচিতে তার দাফন হওয়ার কথা রয়েছে। দুবাই থেকে একটি বিশেষ বিমানে করে তার মরদেহ পাকিস্তানে আনা হয়। তার মরদেহের সঙ্গে ছিলেন স্ত্রী সেহবা মুশাররফ, পুত্র বিলাল ও মেয়ে আয়লা। 

আল-জাজিরার খবরে জানানো হয়েছে, করাচি গোরস্থানেই দাফন করা হবে সাবেক এই সামরিক শাসককে। তার পিতাকেও করাচিতেই কবর দেয়া হয়েছিল। এর আগে ২০১৬ সাল থেকে দুবাইতে বসবাস করতেন পারভেজ মোশাররফ। মৃত্যুর আগে নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি। ২০১৮ সালে প্রথম অ্যামিলোইডোসিস ধরা পড়ে তার। শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় গত ২০২২ সালের মে মাসের মাঝামাঝি দুবাইয়ের হাসপাতালে ভর্তি হন তিনি। 

১৯৯৯ সালে একটি রক্তপাতহীন ক্যু এর মধ্য দিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেছিলেন তিনি।

বিজ্ঞাপন
উৎখাত করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের গণতান্ত্রিক সরকারকে। অথচ এই শরীফই তাকে সামরিক বাহিনীর প্রধান করেছিলেন। মোশাররফ দুইবার পাকিস্তানের সংবিধান বাতিল করেছেন এবং তার বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। আফগানিস্তানে মার্কিন অভিযানে সমর্থন ও সহযোগিতা করার জন্য পাকিস্তানের মধ্যে ব্যাপক ক্ষোভ ও নিন্দার মুখে পড়েছিলেন পারভেজ মোশাররফ। মার্কিন মিত্র হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন তিনি।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

‌‌‘‌আমাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা নয়’‌/ আমেরিকাকে সতর্ক করলো উপসাগরীয় দেশগুলো

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status