ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

সিলেটে প্রণজিৎ হত্যা

একজনের ফাঁসি ৪ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার

মৌলভীবাজারের ব্যাংক কর্মকর্তা প্রণজিৎ পাল হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। এ ছাড়া অপর ৪ আসামিকে যাবজ্জীবনসহ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহাদৎ হোসেন প্রামাণিক গতকাল সকালে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন রিপন পাল। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হচ্ছে- বিমল পাল, উত্তম পাল, চিত্ত পাল এবং আশীষ পাল। আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩০শে জুন রাত ৯টায় মৌলভীবাজার শমসের নগর রোডস্থ চট্টগ্রাম স্যানিটারি দোকানের সামনে আসামিরা প্রণজিৎ পালকে জোরপূর্বক রিকশা থেকে নামান এবং রিপন পাল ডেগার দিয়ে প্রণজিৎ পালের বাম উরুতে আঘাত করে গুরুতর জখম করে। এ সময় প্রণজিতকে ধরে রাখে অন্য আসামিরা। পরে সাক্ষীরা ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল সিলেটে প্রেরণ করা হয়। এদিকে, ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং দীর্ঘ শুনানি শেষে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রিপন পালকে মৃত্যুদণ্ড এবং সহযোগী আসামি বিমল পাল, উত্তম পাল, চিত্ত পাল এবং আশীষ পালগণকে যাবজ্জীবন কারাদণ্ডসহ প্রত্যেক আসামিকে অতিরিক্ত ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল। রাষ্ট্রপক্ষে বিজ্ঞ স্পেশাল পি.পি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল রায়ে সন্তোষ প্রকাশ করেন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status