দেশ বিদেশ
রূপগঞ্জে ইয়াবাসহ সন্ত্রাসী তাওলাদ বাহিনীর ৩ সদস্য গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবারনারায়ণগঞ্জের রূপগঞ্জের অন্যতম সন্ত্রাসী তাওলাদ বাহিনীর ৩ সদস্যকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১। গত রোববার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একটি সন্ত্রাসী বাহিনী প্রাইভেটকারযোগে অস্ত্র বহন করে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে রূপসী কাঞ্চন সড়কের গঙ্গানগর এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্ত্রাসী মামুন, সোহাগ ও তারিকুলকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এ সময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত প্রাইভেটকার। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, র্যাব গতকাল সকালে গ্রেপ্তারকৃতদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।স্থানীয়রা জানান, আটককৃতরা সবাই রূপগঞ্জের মাছিমপুর এলাকার সন্ত্রাসী তাওলাদ বাহিনীর সদস্য। তাওলাদের নামে ৬টি হত্যাকাণ্ডসহ বিভিন্ন থানায় অন্তত দুই ডজন মামলা রয়েছে। গত ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে জিম্মি করে তাওলাদ মাছিমপুর এলাকার ইউপি সদস্য নির্বাচিত হয়।
।মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন
দেশ বিদেশ সর্বাধিক পঠিত
তানজিম সাকিবের স্ট্যাটাস/ পক্ষে-বিপক্ষে নানা মত
মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই
মুরগির কাছে আর্জি/ দয়া করে বড় বড় ডিম পাড়ো

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]