বাংলারজমিন
বাহুবলে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
(২ বছর আগে) ২৬ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ২:৩২ অপরাহ্ন
হবিগঞ্জের বাহুবলে সিএনজি অটোরিকশায় গ্যাস নিতে ফিলিং স্টেশনে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু হয়েছে। গত বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বাহুবল উপজেলার দৌলতপুর গ্রামের ইছহাক মিয়ার পুত্র চাঁন মিয়া (২১) সিএনজি অটোরিকশা নিয়ে মিরপুর ফিলিং স্টেশনে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দৌলতপুর নামক স্থানে ঢাকার দিক থেকে আসা অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।