বাংলারজমিন
শাহজাদপুরে বিয়ের ২ মাস পর শাশুড়িকে নিয়ে জামাই উধাও
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবারসিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নে বিয়ের দেড় মাস পর শাশুড়িকে নিয়ে জামাই উধাও হয়ে গেছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের মন্টু খাঁর ছেলে সুলতান খাঁ (২৫) গত ২ মাস আগে ভালোবেসে বিয়ে করেন একই গ্রামের আলম ও হাফিজা দম্পতির মেয়ে আশা খাতুনকে (১৮)। বিয়ের ২ মাস পর গত সোমবার রাতে আপন মেয়ের জামাই সুলতানের হাত ধরে শাশুড়ি হাফিজা (৩৮) অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। হাফিজার স্বামী আলম, মেয়ে আশা ছাড়াও ১৫ বছরের ১টি ছেলে রয়েছে বলে জানা যায়। স্থানীয় এলাকাবাসী জানান, আশার সঙ্গে বিয়ের তিনমাস আগেও শাশুড়ি হাফিজা ও মেয়ের জামাই সুলতানকে একই ঘর থেকে অপ্রীতিকর অবস্থায় আটক করে এলাকাবাসী। এরপর ঘটনা ধামাচাপা দিয়ে আশার সঙ্গে সুলতানের বিয়ে দেয়া হয়। এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে হাফিজার বাসায় জানতে গেলে কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে পোতাজিয়া ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, আমি বাইরে ছিলাম। বাড়িতে এসে জানতে পারলাম সুলতান তার শাশুড়িকে নিয়ে লাপাত্তা হয়ে গেছে। গ্রামের সুরাতন খাতুন বলেন, জামাই ও শাশুড়ির দু’জনের মধ্যে খারাপ সম্পর্ক ছিল। জামাই রাজমিস্ত্রীর কাজ করতো। এদিকে এ ঘটনা নিয়ে গোটা এলাকায় বইছে আলোচনার ঝড়। বুধবার সকাল থেকেই কৌতূহলবশত: ওই বাড়িতে শত শত মানুষ ভিড় করছে। অন্যদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আরও চাঞ্চল্যের সৃষ্টি হয়।