ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার, ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

আফগানিস্তানে ভয়াবহ ঠাণ্ডায় মৃত্যু কমপক্ষে ১২৪

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ২৪ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৮:৩১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩১ অপরাহ্ন

mzamin

ভয়াবহ ঠাণ্ডায় গত এক পক্ষকালে আফগানিস্তানে মারা গেছেন কমপক্ষে ১২৪ জন। ক্ষমতাসীন তালেবান সরকারের কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন মিডিয়ার কাছে।  দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, এক দশকের মধ্যে সবচেয়ে ঠাণ্ডা আবহাওয়ায় এর বাইরে মারা গেছে প্রায় ৭০ হাজার গবাদিপশু। ওদিকে বেসরকারি সংগঠনগুলোতে আফগান নারীদের কাজ নিষিদ্ধ করেছে তালেবানরা। ফলে কয়েক সপ্তাহ ধরে সেখানে অনেক ত্রাণ বিষয়ক এজেন্সি তাদের কর্মকাণ্ড স্থগিত করেছে। তালেবান একজন মন্ত্রী বলেছেন, মানুষ মারা গেলেও এসব নিয়ম পরিবর্তন করা হবে না। দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী মোল্লা মোহাম্মদ আব্বাস আখন্দ বিবিসিকে বলেছেন, আফগানিস্তানের বহু এলাকা এখনও পুরোপুরি বরফে ঢেকে আছে। উদ্ধারে পাঠানো হয়েছে সামরিক হেলিকপ্টার। কিন্তু বেশির ভাগ এলাকা পাহাড়ি হওয়ায় ওইসব হেলিকপ্টার অবতরণ করতে পারেনি। তিনি আরও বলেন, আগামী ১০ দিনের আবহাওয়ার পূর্বাভাসে ইঙ্গিত দেয়া হয়েছে যে, তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

বিজ্ঞাপন
তবে ক্রমবর্ধমান হারে মানুষ ও গবাদিপশু মারা যাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

‌‌‘‌আমাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা নয়’‌/ আমেরিকাকে সতর্ক করলো উপসাগরীয় দেশগুলো

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status