দেশ বিদেশ
নেত্রকোনায় বিএনপি’র আলোচনা সভায় ককটেল বিস্ফোরণ, যুবদল নেতাকে মারধর
নেত্রকোনা প্রতিনিধি
৮ জানুয়ারি ২০২৩, রবিবারনেত্রকোনায় বিএনপি’র ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শহরের হাসপাতাল রোডে বিএনপি’র আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের বাসায় গতকাল দুপুরে এ সভার আয়োজন করা হয়। সভায় যাওয়ার পথে জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন রিপন ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমলকে মারধর করে কতিপয় যুবক। আলোচনা সভা চলাকালে জেলা বিএনপি’র আহ্বায়কের বাসায় ইটপাটকেল নিক্ষেপ ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর আগে আলোচনা সভায় যোগ দিতে আসা জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন রিপন ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমলকে সার্কিট হাউজ মোড়ে মারধর করে কতিপয় যুবক। তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ছাড়া সভা চলাকালে জেলা বিএনপি’র আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের বাসায় ইটপাটকেল নিক্ষেপ ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। নেত্রকোনা জেলা বিএনপি’র আহ্বায়ক ডা. মো. আনোয়ারুল হক বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আলোচনা সভা করছিলাম। ছাত্রলীগ মিছিল করে আমাদের নেতা শাহাব উদ্দিন রিপনকে বেধড়ক মারপিট এবং আমার বাসার সামনে ককটেলের ১০-১২টি বিস্ফোরণ ঘটিয়েছে। নেত্রকোনা জেলা বিএনপি’র আহ্বায়ক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গিয়ে বিরোধী দলসহ ভিন্নমতাবলম্বীদেরকে রাজনৈতিকভাবে নির্মূলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট চলছে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। তাই সময় এসেছে, দেশের জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সহ ধর্মবিষয়ক সম্পাদক এটিএম আবদুল বারী ড্যানি, জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট নূরুজ্জামান নূরু, সাবেক সম্পাদক আবু তাহের তালুকদার, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড. আরিফা জেসমিন নাহিন প্রমুখ। এদিকে বিএনপি’র অনুষ্ঠানে হামলার বিষয়ে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওন বলেন, আমাদের কেউ বিএনপিদলীয় কোনো নেতাকে মারধর করেনি। তাদের দলের অন্তর্দ্বন্দ্বের কারণে হয়তো কেউ তাদের নেতাকে মারধর করতে পারে। বিষয়টি আমার জানা নেই। ককটেলের বিস্ফোরণও আমাদের কেউ ঘটায়নি। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, আলোচনা সভাস্থলে কেউ কাউকে মারধর করেনি। মারধরের ঘটনা বাইরে হতে পারে। ককটেল নয়, ফটকার বিস্ফোরণ ঘটানো হয়েছে।