দেশ বিদেশ
খন্দকার মাহবুব হোসেনের অবস্থার আরও অবনতি
স্টাফ রিপোর্টার
৩১ ডিসেম্বর ২০২২, শনিবার
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের অবস্থার আরও অবনতি হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে আছেন তিনি। গতকাল তার জুনিয়র এডভোকেট মাসুদ রানা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন খন্দকার মাহবুব হোসেন ডেঞ্জার পিরিয়ডে আছেন। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গত ২৭শে ডিসেম্বর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রখ্যাত এ আইন বিশেষজ্ঞকে ভেন্টিলেশন সাপোর্টে নেয়া হয়। এডভোকেট মাহবুবুর রহমান দুলাল জানান, হঠাৎ স্যারের ফুসফুসে পানি আসায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতে ভেন্টিলেশন সাপোর্টে নেয়া হয়।
এডভোকেট খন্দকার মাহবুব হোসেনের জন্ম ১৯৩৮ সালের ২০শে মার্চ। তার পৈতৃক বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। তিনি ১৯৬৭ সালের ৩১শে জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।