ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির বেহাল দশা

শাহ্‌ মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) থেকে
১৭ মে ২০২২, মঙ্গলবার
mzamin

হবিগঞ্জ জেলার একমাত্র রেলওয়ে জংশন শায়েস্তাগঞ্জ। এ স্টেশনের সমস্ত স্থাপনা বৃটিশ আমলে নির্মাণ করা। তবে, গত ২০০৪ সালে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের আধুনিকায়নের কাজ সম্পন্ন করা হলেও অজ্ঞাত কারণে ফাঁড়িটির সংস্কার বা পুনঃনির্মাণ হয়নি। শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের নিরাপত্তার জন্য স্থাপিত পুলিশ ফাঁড়িটি ব্যবহারের অযোগ্য ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। 
সরজমিন দেখা যায়, শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ি ভবনটি এতটাই জরাজীর্ণ, যেকোনো সময় ছাদের পলেস্তরা ধসে দুর্ঘটনা ঘটতে পারে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ভবনটিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন ১১ জন পুলিশ সদস্য। বৃটিশ আমলে নির্মিত এ ভবনটি সংস্কারে কর্তৃপক্ষের নজর না থাকায় দিনদিন আরও ঝুঁকিপূর্ণ হচ্ছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, যেকোনো সময় ভবনটি ধসে পড়ে ঘটতে পারে প্রাণহানি। ওই ভবনে কর্মরত পুলিশ সদস্য ইনচার্জ মো. হারুনুর রশিদ (এসআই) জানান, উনাদের কর্মস্থল হিসেবে ব্যবহৃত পুলিশ ফাঁড়ি ভবনে এসআই ১ জন, এএসআই ২ জন এটিএসআই ১ জন পুলিশ কনস্টেবল ৭ জনসহ মোট ১১ জন সদস্য কর্মরত আছেন। এ ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে কর্মরত সদস্যরা স্টেশনের পরিত্যক্ত যাত্রী বিশ্রামাগারে রাতযাপন করেন। এছাড়া, এ পুলিশ ফাঁড়িটিতে নেই কোনো শৌচাগার।

বিজ্ঞাপন
স্টেশনের যাত্রী বিশ্রামাগারের টয়লেট ব্যবহার করেন পুলিশ সদস্যরা। খাবার পানির চাহিদা পূরণ করা হয় আশপাশের এলাকা থেকে পানি এনে। গোসল সারতে হয় পার্শ্ববর্তী দিঘিতে গিয়ে।  শতবর্ষী এ ভবনটির পেছন দিকের অবস্থা আরও মারাত্মক। বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সেখানে দীর্ঘদিন পানি জমে থাকে। এতে পানি মিশ্রিত বর্জ্য পচে-গলে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি রোগ জীবাণুর জন্ম হচ্ছে প্রতিনিয়ত। যা আশপাশের এলাকার জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। ২০০৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত স্টেশন সংস্কার করতে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এসময়ের মধ্যে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের আধুনিকায়নের কাজ সম্পন্ন হলেও অজ্ঞাত কারণে এই পুলিশ ফাঁড়িটির সংস্কার বা পুনঃনির্মাণ হয়নি। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়িতে কর্মরত (ইনচার্জ) এসআই মো. হারুন অর রশিদ বলেন, পুলিশ ফাঁড়িটির ছাদের বিভিন্ন স্থানে ফাটলের কারণে ছাদ চুঁইয়ে পানি পড়ে। এতে অফিসে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসের জরাজীর্ণ দরজা জানালা এমনভাবে ভাঙা যে, এগুলো আর ব্যবহার করার উপযুক্ত নয়। তারা জীবনের ঝুঁকি নিয়ে এখানে কাজ করে যাচ্ছেন। তারা যাত্রী সাধারণের নিরাপত্তায় নিয়োজিত থাকলেও তাদের কোনো নিরাপত্তা নাই। তিনি জানান, এই পুলিশ ফাঁড়িতে আমরা ১১ জন পুলিশ সদস্য কর্মরত আছি। এখানে বিশ্রাম বা থাকার কোনো ব্যবস্থা নাই, টয়লেটও নাই, ওজু-গোসল ও খাবার পানির ব্যবস্থা না থাকায় আশপাশের টিউবঅয়েল থেকে পানি আনতে হয় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন পুনঃনির্মাণ বা সংস্কার বিষয়ে একাধিকবার স্থানীয় এবং জাতীয় পত্রিকায় লেখালেখি হলেও কর্তৃপক্ষের টনক নড়েনি। এ বিষয়ে কর্তৃপক্ষের উদাসীনতা সংশ্লিষ্টদের হতাশ করেছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status