অর্থ-বাণিজ্য
রমজানের নিত্যপ্রয়োজনীয় পণ্যের এলসি খোলায় কোনো বাধা নেই
অর্থনৈতিক রিপোর্টার
৫ ডিসেম্বর ২০২২, সোমবাররমজানের নিত্যপ্রয়োজনীয় পণ্যের এলসি খোলায় কোনো বাধা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সব ধরনের পণ্য সহজলভ্য করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংক ও এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র মেজবাউল হক এসব তথ্য জানান। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক তারল্য ব্যবস্থাপনায় নজরদারি বাড়িয়েছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে কিছু ব্যাংকের ঋণ অনিয়মের যে তথ্য পাওয়া গেছে, তা বাংলাদেশ ব্যাংক খতিয়ে দেখছে। তিনি আরও বলেন, রেমিট্যান্স বাড়াতে আমরা হুন্ডি কমানোর চেষ্টা করছি। প্রবাসীদের বিভিন্ন ভাবে অনুপ্রেরণা দিচ্ছি। সবাইকে এ ব্যাপারে সতর্ক করছি। একইসঙ্গে আন্ডারইনভয়েসিং ও ওভার ইনভয়েসিংয়ের বিষয়টিও যাচাই করা হচ্ছে। এ ছাড়াও তিনি বলেন, বর্তমান সংকট কাটাতে খাদ্য উৎপাদন বাড়ানোর প্রয়োজন সামনে এসেছে। এ পরিস্থিতিতে কৃষি খাতে ঋণ বাড়াতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এদিন এবিবি চেয়ারম্যান বলেন, আমানতকারীরা তুলে নেয়া টাকা ব্যাংকগুলোকে ফেরত দিতে শুরু করেছে। মৌখিকভাবে কনজ্যুমার লোন ১২ শতাংশে উন্নীত করা হয়েছে। রপ্তানি আয় ও রেমিট্যান্স বাড়ছে। ভবিষ্যতে পরিস্থিতি আরও ভালো হবে। এ ছাড়াও তিনি বলেন, ব্যাংকগুলো নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। সার্বিক বিষয়ে বাংলাদেশ তদারকি জোরদার করেছে। কোনো অনিয়ম পেলে বাংলাদেশ ব্যাংক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।