বিশ্বজমিন
ন্যাটোর সদস্যপদে আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সুইডেন
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১৭ মে ২০২২, মঙ্গলবার, ৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:২৮ অপরাহ্ন

সুইডেন সরকার বলেছে, তারা ন্যাটোর সদস্যপদের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদনের সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে তারা প্রতিবেশী ফিনল্যান্ডের পথ অনুসরণ করবে। এর ফলে ইউরোপের উত্তরাঞ্চলের ভূ-রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন আসবে। দেশটির প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন পার্লামেন্টে নিরাপত্তা পলিসি নিয়ে বিতর্কের পর বলেন, ন্যাটোতে যোগ দেয়ার পক্ষে সুইডেনের পার্লামেন্টে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা আছে। সুইডেন এবং সুইডিশ জনগণের জন্য উত্তম পন্থা হবে ন্যাটোতে যোগ দেয়া। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।