বিশ্বজমিন
ইতালিতে ভূমিধসে নিহত ৭
মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) ২৮ নভেম্বর ২০২২, সোমবার, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৫৮ অপরাহ্ন

ইতালির ইসচিয়া দ্বীপে ভূমিধসে কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আছে তিন শিশুও। দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপটিতে ভারি বর্ষণের কারণে ছোট একটি শহর বিধ্বস্ত হয়ে গেছ। এখনও পাঁচ জন সেখানে নিখোঁজ রয়েছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে জানানো হয়, ভূমিধসের খবরে পেয়েই কয়েক ডজন উদ্ধারকারী চাপা পড়াদের খোঁজে লেগে পড়েন। গত কয়েক দিন ধরেই সেখানে একটানা বৃষ্টি হচ্ছিল। তার প্রভাবেই শনিবার ওই ভূমিধসের ঘটনা ঘটে। এতে বন্দর শহর ক্যাসামিচিয়োলার একাংশ বিধ্বস্ত হয়।
বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে বাড়িগুলো ভেঙে গুঁড়িয়ে গেছে এবং অনেক গাড়ি সমুদ্রে ভেসে গেছে। শুধুমাত্র ছয় ঘণ্টা সময়ের মধ্যেই দ্বীপটিতে ১২৬ মিমি বৃষ্টিপাত হয়। এটি গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ।