ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

১০ই ডিসেম্বর জনগণ যেখানেই দাঁড়াবেন সেখানেই সমাবেশ-আবদুস সালাম

স্টাফ রিপোর্টার
২৮ নভেম্বর ২০২২, সোমবার

১০ই ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, সমাবেশের জন্য কারও অনুমতিটা বিষয় নয়, দেশের জনগণ যেখানে দাঁড়াবেন সেখানেই সমাবেশ হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের ইচ্ছানুযায়ীই হতে হবে সবকিছু। গতকাল নয়াপল্টনের ১০ই ডিসেম্বরের গণসমাবেশ সফল করার এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  এ সময় আগামী ১০ই ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সমাবেশ দ্রব্যমূল্য কমানোর সমাবেশ, বিদ্যুতের লোড শেডিং এবং অব্যবস্থাপনার প্রতিবাদে সমাবেশ, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে সমাবেশ, সর্বোপরি এই সমাবেশ আমাদের গণতন্ত্রের মাতা ও মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং আস্থার প্রতীক বেগম খালেদা জিয়ার মুক্তির সমাবেশ। সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আগামী ১০ই ডিসেম্বরের সমাবেশ যেকোনো মূল্যে সফল করবো। তিনি বলেন, সমাবেশ সফল ও নির্বিঘ্ন করতে যা যা করা দরকার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি তাই করবে। প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী, ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আ.ন.ম সাইফুল ইসলাম, তানভীর আহমেদ রবিন, লিটন মাহমুদ, এস.কে সিকান্দার কাদির প্রমুখ। আগামী ১০ই ডিসেম্বরের বিভাগীয় গণসমাবেশ সফল করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কয়েকটি উপ-কমিটি গঠন করেছে। মহানগর সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আহ্বায়ক এবং আ.ন.ম সাইফুল ইসলামকে সদস্য সচিব করে আপ্যায়ন উপ-কমিটি, নবীউল্লাহ নবীকে আহ্বায়ক এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে সদস্য সচিব করে অভ্যর্থনা উপ-কমিটি, ইউনুস মৃধাকে আহ্বায়ক এবং লিটন মাহমুদকে সদস্য সচিব করে শৃঙ্খলা উপ-কমিটি, তানভীর আহমেদ রবিনকে আহ্বায়ক এবং ফরহাদ হোসেনকে সদস্য সচিব করে প্রচার উপ-কমিটি এবং মোশাররফ হোসেন খোকনকে আহ্বায়ক এবং সাইদুর রহমান মিন্টুকে সদস্য সচিব করে দপ্তর-মিডিয়া ও যোগাযোগ উপ-কমিটি গঠন করা হয়েছে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status