দেশ বিদেশ
সৌদির জয়ে শোকরানা সমাবেশ করলেন চসিকের সাবেক মেয়র, গোলরক্ষককে ফ্ল্যাট দেয়ার ঘোষণা
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২৫ নভেম্বর ২০২২, শুক্রবারকাতার ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় সৌদি আর আর্জেন্টিনাকে ২-১ গোলে হারানোয় শোকরানা সমাবেশের আয়োজন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র এম. মনজুর আলম। এ সময় তিনি সৌদি আরবের সেই গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসিকে বাংলাদেশে একটি ফ্ল্যাট বাড়ি দেয়া ও তার জন্য গণসংবর্ধনা দেয়ার ঘোষণা দেন। বুধবার সকালে মঞ্জুর চট্টগ্রামের মোস্তফা হাকিম ভবন অডিটোরিয়ামে ‘ফুটবল খেলায় সৌদি আরবের জয়ে শোকরানা জানাতে’ দোয়া মাহফিল আয়োজন করেন চসিক’র সাবেক এ মেয়র। শোকরানা সমাবেশে মঞ্জুর আলম বলেন, আর্জেন্টিনার বিরুদ্ধে সৌদি আরবের জয়ে মুসলিম বিশ্বের মুসলিম উম্মার সুনাম উজ্জ্বল হয়েছে। গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসিকে সেদিন খুব ভালো ভূমিকা রেখেছে। তাই তার জন্য আমি একটি ফ্ল্যাট বাড়ি উপহার দেবো।
আর তাঁকে আলহাজ মোস্তফা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনাও দিবো। মঞ্জুর আলমের প্রতিষ্ঠিত মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে শোকরানা সমাবেশে কলেজের সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, আলহাজ মাওলানা ফরিদুল আলমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে সৌদি আরবের জন্য কেন এমন ভালোবাসা জানতে চাইলে মোহাম্মদ মঞ্জুর আলম মানবজমিনকে বলেন, আর্জেন্টিনা একটু ফুটবল পরাশক্তি। সৌদি আরব এমন একটি দেশকে হারিয়ে উম্মাহ্র জন্য গৌরব বয়ে এনেছে। তাই তাদের জন্য আমি এই শোকরানা মাহফিলের আয়োজন করেছি।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন
দেশ বিদেশ সর্বাধিক পঠিত
তানজিম সাকিবের স্ট্যাটাস/ পক্ষে-বিপক্ষে নানা মত
মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]