বিশ্বজমিন
কোভিডকে ‘ভয়াবহ দুর্যোগ’ বলে সাবধান করলেন কিম জং উন
মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) ১৪ মে ২০২২, শনিবার, ৩:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:২১ অপরাহ্ন

উত্তর কোরিয়ায় ছড়িয়ে পড়ছে কোভিড-১৯। এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি এরইমধ্যে এক ‘ভয়াবহ দুর্যোগ’ বলে আখ্যায়িত করেছেন। কোভিড দূর করতে সব শক্তি প্রয়োগের ঘোষণাও দিয়েছেন তিনি। এ খবর দিয়েছে বিবিসি।
২০২০ সালের প্রথম থেকেই বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে কোভিড-১৯। কয়েক মাসের মধ্যেই একে মহামারি হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপরে প্রায় আড়াই বছর পার হয়ে গেলেও কোভিড মুক্ত ছিল উত্তর কোরিয়া। কিন্তু এবার সে দিনের শেষ হলো। গত বৃহস্পতিবার প্রথম কোভিড রোগি সনাক্ত হওয়ার কথা জানায় পিয়ংইয়ং। যদিও বিশেষজ্ঞরা বলছেন, সমগ্র উত্তর কোরিয়াতেই ছড়িয়েছে এই ভাইরাস। এমনিতেই অর্থনৈতিক দিক থেকে ধুঁকছে দেশটি। এরমধ্যে কোভিড-১৯ সেখানে নতুন সংকট সৃষ্টি করতে পারে।
উত্তর কোরিয়ার জনসংখ্যা প্রায় আড়াই কোটি। কিন্তু সেখানে খুব বেশি মানুষ কোভিডের ভ্যাকসিন নেননি। স্বাস্থ্যখাতের অবস্থাও ভয়াবহ। এরমধ্যে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সমগ্র উত্তর কোরিয়াজুড়ে অন্তত ৫ লাখ মানুষ অজ্ঞাত জ্বরে আক্রান্ত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, দেশটিতে এরইমধ্যে ছড়িয়ে পড়েছে কোভিড। কিন্তু পর্যাপ্ত পরীক্ষার সুবিধা না থাকায় সনাক্ত করা যাচ্ছে না। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গত এপ্রিল থেকে অন্তত ২৭ জন অজ্ঞাত জ্বরে প্রাণ হারিয়েছে।
কিম জং উন এ নিয়ে বলেন, আমাদের দেশ স্বাধীন হওয়ার পর এই মহামারিই এখন পর্যন্ত সবথেকে বড় হুমকি। তিনি মহামারি কীভাবে মোকাবেলা করতে হয় তা প্রতিবেশী চীনকে দেখে শেখার নির্দেশ দেন কর্মকর্তাদের।