ঢাকা, ৯ ডিসেম্বর ২০২৩, শনিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

সাজেদা চৌধুরীর আসনে নৌকার প্রার্থী মনোনয়ন আজ

স্টাফ রিপোর্টার
৪ অক্টোবর ২০২২, মঙ্গলবার

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে প্রার্থী ঠিক করতে বৈঠকে বসছে আওয়ামী লীগ। এ ছাড়া উপজেলা পরিষদ, পৌরসভাসহ স্থানীয় সরকারের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রার্থিতাও চূড়ান্ত করবে দলটি। এ লক্ষ্যে আজ দলটির সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে বলে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। আগামী ৫ই নভেম্বর ফরিদপুর-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ইসির তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১০ই অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১২ই অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯শে অক্টোবর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ই নভেম্বর। একই ধরনের তফসিলে উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের বেশকিছু সাধারণ ও উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মানবজমিনকে শরীফ নুরুল আম্বিয়া/ পথটা হয়তো ভিন্ন ভিন্ন, লক্ষ্য একই

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status