বিশ্বজমিন
১২ ভাই-বোনের মোট বয়স ১০৫৮ বছর, নাম উঠলো গিনেস রেকর্ডে
মানবজমিন ডেস্ক
(১১ মাস আগে) ৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, ৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:২৭ পূর্বাহ্ন

১২ ভাই বোনের মোট বয়স এক হাজার ৫৮ বছর! এটিই এখন বিশ্ব রেকর্ড। ভাই বোনের মোট বয়সের নতুন এই রেকর্ড করেছেন স্পেনের এক পরিবার। তারা সকলেই জন্ম নিয়েছেন স্পেনের গ্র্যান ক্যানারিয়া দ্বীপের শহর মোয়াতে। তাদের সবথেকে বড় জনের বয়স ৯৭ এবং ছোট জনের বয়স ৭৬।
টাইমস নাউ নিউজ জানিয়েছে, এ বছরের ডিসেম্বর মাসেই ৯৮ বছর হতে চলেছে জোসে হার্নান্দেজের। আর গত এপ্রিলে ৭৬ হয় সবথেকে ছোট লুইজ হার্নান্দেজের। এই ১২ জনের মধ্যে ৭ জন ভাই এবং ৫ জন বোন। তারা গিনেস ওয়ার্ল রেকর্ডকে জানিয়েছেন, তারা কখনও ভাবেননি এটি একটি রেকর্ড ভাঙার মতো বিষয় হতে পারে। এই ক্যাটাগরিটি খুঁজে পাওয়ার আগে তারা এ বিষয়ে একেবারেই ধারণা করতে পারেননি।
এক বিবৃতিতে এই ভাইবোনেরা বলেন, গত জুন মাসে এক পারিবারিক পুনর্মিলনের সময় তারা নিজেদের বয়স নিয়ে কৌতুক করছিল। এরপরই তারা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সঙ্গে যোগাযোগ করেন। একসঙ্গে এতদিন বেঁচে থাকার সবথেকে ভাল দিকটি হলো, আমরা সবকিছু একসঙ্গে করতে পেরেছি।
এর আগে এই রেকর্ড ছিল পাকিস্তানের ডি’ক্রুজ পরিবারের। তাদের ১২ ভাই-বোনের বয়স ছিল এক হাজার ৪২ বছর ৩১৫ দিন। এর আগে ৩৮৯ বছরের সম্মিলিত বয়স নিয়ে রেকর্ড করেছিল যুক্তরাষ্ট্রের ৪ বোন। তাদের বয়স ছিল ১০১, ৯৯, ৯৬ ও ৯৩।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
পিটার হাসের নিরাপত্তা উদ্বেগ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়/ কূটনীতিকদের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, প্রয়োজনে আরো নিষেধাজ্ঞা
ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার/ আমরা চাই বাংলাদেশে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]