ঢাকা, ১১ জুন ২০২৩, রবিবার, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ২১ জিলক্বদ ১৪৪৪ হিঃ

অর্থ-বাণিজ্য

আইএফআইসি ব্যাংকের একদিনে আড়াই হাজার সিএমএসএমই উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ

অর্থনৈতিক রিপোর্টার
২১ সেপ্টেম্বর ২০২২, বুধবারmzamin

বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি অর্জনে বাংলাদেশ ব্যাংক কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প- সিএমএসএমই খাতে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে। এই স্কিমের অধীনে দেশজুড়ে আইএফআইসি ব্যাংক তাদের সকল শাখা-উপশাখার মাধ্যমে একযোগে দুই হাজার পাঁচশ’ জন সিএমএসএমই উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ করে। এই উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত আইএফআইসি টাওয়ারে অনুষ্ঠিত হলো ‘সিএমএসএমই ঋণের পুনঃঅর্থায়ন স্কিম বিতরণের অগ্রযাত্রা’ শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃহৎ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই স্কিমের রূপকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের পরিচালক এ.আর.এম নজমুস্‌ ছাকিব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের, আইএফআইসি ব্যাংকের সম্মানিত পরিচালকবৃন্দ, বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নানা গুণীজন ও সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথি গভর্নর আব্দুর রউফ তালুকদার বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাতের সম্ভাবনা ও অবদানের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশ ব্যাংক ঘোষিত এই স্কিমের আওতায় আইএফআইসি ব্যাংক সর্বপ্রথম ঋণ প্রদান শুরু করেছে। ধন্যবাদ জানাই আইএফআইসি ব্যাংকের সকল কর্মকর্তাবৃন্দ এবং বিশেষ করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকবৃন্দকে।  আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার তার বক্তব্যে বলেন, ১০ বছর আগে বাংলাদেশ ব্যাংকের সমর্থন নিয়ে আইএফআইসি ব্যাংক দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করেছিল, সেই পদক্ষেপের একটি মাইলস্টোন আজকের এই কর্মসূচি।

বিজ্ঞাপন
ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের লক্ষ্যে আইএফআইসি ব্যাংক ইন্টারন্যাশনাল বেস্ট ব্যাংকিং প্র্যাক্টিসগুলোকে বাংলাদেশের সংস্কৃতির উপযোগী করে প্রয়োগ করছে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার সরাসরি আইএফআইসি ব্যাংকের কয়েকজন গ্রাহকের হাতে ঋণপত্র হস্তান্তর করেন।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status