বাংলারজমিন
পাটগ্রামে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ থানায় মামলা
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২২, শনিবারলালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে দ্বিতীয় শ্রেণির ছাত্রী (৭)কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল ১০টায় ওই ছাত্রী বাড়ির উঠানে খেলাধুলা করার সময় একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুনহাট মহিমপাড়া এলাকার আমজাদ আলীর ছেলে ফরিদুল ইসলাম (১৬) ছাত্রীটিকে মজাদার খাবার দেয়ার কথা বলে পাশের হলুদক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ফরিদুল পালিয়ে যায়। ওইদিন দুপুরে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়েটিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পুলিশ মামলাটি আমলে নিয়ে রাতেই অভিযান চালায়। ছেলের পরিবার পালিয়েছে। গতকাল বেলা ১২টায় থানা পুলিশ মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য লালমনিরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মইনুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত মেয়ে ও ছেলের পরিবার আমাকে এ ঘটনা বলেনি। বিভিন্ন জনের কাছে ঘটনা জেনেছি। আমাদের তো এসব বিষয়ে হাত দেয়ার সুযোগ নাই।’ পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘ধর্ষণের অভিযোগে মেয়ের বাবা বাদী হয়ে মামলা দিয়েছে। রাতই অভিযান চালানো হয়েছে। ছেলে ও তার পরিবার পালিয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।