অর্থ-বাণিজ্য
সিগারেট কোম্পানি মালিকদের সংগঠনের নিবন্ধন বাতিল
অর্থনৈতিক রিপোর্টার
৬ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবারসিগারেট প্রস্তুতকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ সিগারেট ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের নিবন্ধন বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। নিবন্ধনের বিধি-বিধান পালনে ব্যর্থ হওয়ায় সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। নিবন্ধন বাতিলের ফলে সংগঠনটির কেউ আর এফবিসিসিআইয়ের নির্বাচনে অংশ নিতে পারবেন না, ভোটও দিতে পারবেন না। প্রজ্ঞাপনে বলা হয়, এসোসিয়েশনটি নিবন্ধনের বিধি-বিধান পালনে ব্যর্থ হয়েছে। সংগঠনটি সর্বশেষ ২০০১-০২ সালে বার্ষিক সাধারণ সভার (এজিএম) কার্যবিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করেছিল। আর নির্বাচনের কাগজপত্র দাখিল করেছিল ২০০৩-০৫ সময়ের। এরপর থেকে এ এসোসিয়েশন আর কোনো হালনাগাদ কাগজপত্র মন্ত্রণালয়ে দাখিল করেনি। গত ২৬শে এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় এসোসিয়েশনটিকে কেন সুপ্ত বাণিজ্য সংগঠন হিসেবে ঘোষণা করা হবে না, সেজন্য কারণ দর্শানোর নোটিশ দেয়। সংগঠনটি নোটিশেরও জবাব দেয়নি।
মন্তব্য করুন
অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন
অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত
গেজেট প্রকাশ/ সর্বনিম্ন সাড়ে ১২ হাজার; সর্বোচ্চ ১৪,৭৫০ টাকা পাবেন পোশাক শ্রমিকরা

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]