ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

অর্থ-বাণিজ্য

রিজার্ভ থেকে ডলার পাবে না মানি চেঞ্জারগুলো

স্টাফ রিপোর্টার
৬ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার

খোলাবাজারে ডলার সংকটের কারণে গ্রাহকদের চাহিদামতো নগদ ডলার দিতে পারছে না মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো। তাই বাংলাদেশ ব্যাংকের কাছে রিজার্ভ থেকে ডলার সহায়তা চায় মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো। তবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে এই মুহূর্তে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোকে সরাসারি কোনো ডলার সহায়তা দেয়া হবে না। সোমবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, বাজার স্থিতিশীল রাখতে আমরা রিজার্ভ থেকে ডলার সহায়তা দিচ্ছি। বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সরকারি পেমেন্ট বা বিভিন্ন প্রকল্পের আমদানি দায় মেটানোর জন্যই এ সুবিধা দেয়া হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। ডলার সংকট মোকাবিলায় এ মুহূর্তে মানি এক্সচেঞ্জগুলোকে ডলার সহায়তা দেয়ার কথা ভাবছে না বাংলাদেশ ব্যাংক।
মুদ্রাবাজার স্বাভাবিক রাখতে সদ্য শেষ হওয়া ২০২১-২২ অর্থবছরে রিজার্ভ থেকে মোট ৭৬২ কোটি বা ৭ দশমিক ৬২ বিলিয়ন মার্কিন ডলার বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবারও কয়েকটি ব্যাংকের কাছে ৭ কোটি ৬০ লাখ ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত চলতি (২০২২-২৩) অর্থবছরের দুই মাস একদিনে রিজার্ভ থেকে ২৫৬ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করা হয়েছে। গতকাল রোববার দিন শেষে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৮ দশমিক ৯১ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

বিজ্ঞাপন
গত ১২ই জুলাই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) প্রায় ২ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ নেমে আসে ৪০ বিলিয়ন ডলারের নিচে। গত ২০ই জুলাই পর্যন্ত রিজার্ভ ৩৯ দশমিক ৮০ থেকে ৩৯ দশমিক ৪০ বিলিয়ন ডলারের মধ্যে ওঠানামা করে। সর্বশেষ জুলাই শেষে তা কমে ৩৯ দশমিক ৫০ বিলিয়ন ডলারের নিচে নামে।

 

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

   

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status