অর্থ-বাণিজ্য
পুঁজিবাজারে আসছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
অর্থনৈতিক রিপোর্টার
৩ সেপ্টেম্বর ২০২২, শনিবারপুঁজিবাজার থেকে ৯৫ কোটি টাকা সংগ্রহে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানিটিকে মূলধন তোলার এ অনুমোদন দেয়া হয়। বিএসইসি জানিয়েছে, প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও’র মাধ্যমে নেয়া অর্থের বড় অংশ ব্যবহার করা হবে এশিয়াটিকের ব্যবসা সম্প্রসারণে। পাশাপাশি উৎপাদন ভবন নির্মাণ, ব্যাংক ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে বাকি টাকা। ২০২১ সালের ৩০শে জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে পুনঃমূল্যায়নসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ৫৬ টাকা ৬১ পয়সা। আর পুনঃমূল্যায়ন ছাড়া সম্পদ মূল্য ৩৫ টাকা ৪৮ পয়সা। এ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হচ্ছে ৩ টাকা ৬৫ পয়সা। পাঁচ বছরের ভারিত গড় ইপিএস ৩ টাকা ২১ পয়সা। বিএসইসি’র শর্ত অনুযায়ী, তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না। কোম্পানিটির আইপিও’র ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।
মন্তব্য করুন
অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন
অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত
বেশি মূল্যে ডলার কেনাবেচা/ ১৩ ব্যাংকের ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকে দুই অর্থনীতিবিদ/ ব্যাংক ও রাজস্ব খাত এভাবে চলতে পারে না

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]