দেশ বিদেশ
মাদক মামলার আসামির ঢাকা মেডিকেলে মৃত্যু
স্টাফ রিপোর্টার
১৯ আগস্ট ২০২২, শুক্রবারঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. সিদ্দিক আহমেদ নামে এক মাদক মামলার আসামির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সিদ্দিক আহমেদের গ্রামের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার উলু চামারির ৩ নম্বর ওয়ার্ডে। তার বাবার নাম কালা মিয়া। সম্প্রতি সিদ্দিক আহমেদকে মাদক মামলায় গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ-পরিদর্শক (এসআই) এরশাদ হোসেন বলেন, সিদ্দিক আহমেদকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে গত বুধবার আদালতে পাঠানো হয়। আদালতে তিনি অসুস্থ হয়ে পড়লে আদালতের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত ৯টার দিকে সিদ্দিক আহমেদকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]