দেশ বিদেশ
বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী
স্টাফ রিপোর্টার
১৯ আগস্ট ২০২২, শুক্রবাররাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় আব্দুল মমিন নামে এক ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক লাখ টাকা খুইয়েছেন। গতকাল দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আব্দুল মমিনের ভাই মোস্তাফিজুর রহমান জানান, আব্দুল মমিন কুরিয়ার সার্ভিস ও গার্মেন্টস স্টক লটের ব্যবসা করেন। দুপুরের দিকে মোহাম্মদপুর থেকে টাকা তুলে বাসে বাড্ডার নতুন বাজারে দরকারি কাজে যাচ্ছিলেন। পথে অজ্ঞান পার্টির লোকেরা তাকে অচেতন করে সঙ্গে থাকা প্রায় এক লাখ টাকা নিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। আব্দুল মমিনের গ্রামের বাড়ি পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন
দেশ বিদেশ সর্বাধিক পঠিত
তানজিম সাকিবের স্ট্যাটাস/ পক্ষে-বিপক্ষে নানা মত
মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]