ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

কাবুলে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২০, আহত ৪০

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ১৮ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ১০:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২৩ অপরাহ্ন

mzamin

আফগানিস্তানের রাজধানী কাবুলের খাইরখানা এলাকায় একটি মসজিদে বড় বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। বুধবার সন্ধ্যায় নামাজ চলাকালীন এ বিস্ফোরণ হয়। এখনও কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা। 

আবার সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। তালেবানের কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ওই মসজিদের ইমামও নিহতদের মধ্যে রয়েছেন। মসজিদে বিস্ফোরণের পরপরই কাবুলের উত্তরের এই মসজিদ এলাকায় পৌঁছায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তালেবানের একজন গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ৩৫ জন হয়তো আহত বা নিহত হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচণ্ড বিস্ফোরণের সময় আশেপাশের ভবনগুলোর জানালা কেঁপে ওঠে।

তালেবান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এর একজন মুখপাত্র।

বিজ্ঞাপন
বিবিসি জানিয়েছে, বিস্ফোরণের সময় মসজিদটিতে ঘটনার সময় অনেক মানুষ ছিল। দ্রুত ঘটনাস্থলে চলে আসে একাধিক অ্যাম্বুলেন্স। কাবুলের এমার্জেন্সি হাসপাতালের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, এখনও পর্যন্ত হাসপাতালে ২৭ জন আহতকে নিয়ে আসা হয়েছে। আহত হয়েছে সাত বছরের এক বালকও। তবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি। 

কদিন আগেই এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছিলেন তালেবান নেতা শেখ রহিমুল্লাহ হাক্কানি। ওই হামলার দায় স্বীকার করেছিলো ইসলামিক স্টেটের জিহাদিরা। এ মসজিদে হামলার ধরণ দেখেও সন্দেহ করা হচ্ছে, এর পেছনেও রয়েছে তারাই।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ায় মৃতের সংখ্যা ১৪৩, সব অপরাধী গ্রেপ্তার/ যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি কানে তোলেননি পুতিন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status