দেশ বিদেশ
নবাবগঞ্জ আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১৮ আগস্ট ২০২২, বৃহস্পতিবার১৭ই আগস্ট ২০০৫ সাল তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদতে দেশব্যাপী সংঘটিত সিরিজ বোমা হামলার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে বুধবার দুপুরে দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে ফিরে প্রতিবাদ সভা করে। এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার, কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিল, কৈইলাল ইউনিয়নের চেয়ারম্যান বশির আহমদ, জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তারসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।