দেশ বিদেশ
চকবাজারে অগ্নিকাণ্ড
তদন্তে সহযোগিতা করছেন না স্থানীয় লোকজন
স্টাফ রিপোর্টার
১৮ আগস্ট ২০২২, বৃহস্পতিবাররাজধানীর চকবাজারে দেবিদ্বার ঘাট লেনে বরিশাল হোটেলের আগুনের ঘটনা তদন্তে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের তদন্ত দল। তদন্তে তারা স্থানীয় লোকজনের সহযোগিতা পাচ্ছে না। মালিকপক্ষেরও কারও সঙ্গে কথা বলতে পারেনি বলে জানায়। গতকাল ফায়ার সার্ভিসের তদন্ত দলের প্রধান উপ-সহকারী পরিচালক বজলুর রশিদ গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন। তিনি বলেন, বরিশাল হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে। দুর্ঘটনার দিনই প্রাথমিক তথ্য নিয়ে কারণ অনুসন্ধানের চেষ্টা করে ফায়ার সার্ভিস। এখন ঘটনাস্থলে থেকে সঠিক কারণ অনুসন্ধান ও নমুনা সংগ্রহ করা হচ্ছে। বিভিন্নভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে ঘটনার তিন দিন হলেও মালিকপক্ষের কারও সঙ্গে কথা বলা যায়নি। এমন অবস্থায় সঠিক কারণ বের করতে তদন্ত দলকে বেগ পেতে হচ্ছে।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন
দেশ বিদেশ সর্বাধিক পঠিত
তানজিম সাকিবের স্ট্যাটাস/ পক্ষে-বিপক্ষে নানা মত
মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]