অর্থ-বাণিজ্য
এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে অসহযোগ কর্মসূচির ডাক
অর্থনৈতিক রিপোর্টার
(২১ ঘন্টা আগে) ২১ মে ২০২৫, বুধবার, ৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের পদত্যাগের দাবিতে অসহযোগ কর্মসূচির ডাক দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বুধবার এনবিআর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ডাক দেয়া হয়।
পরিষদের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হলে ২৬ মে থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করা হবে। এর আগে যেসব কর্মসূচি পালন করা হবে সেগুলো হলো আগামীকাল বৃহস্পতিবার দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিসমূহের বিষয়ে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান, এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরে নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতামুক্ত থাকবে।
আরো জানানো হয়, আগামী শনিবার ও রোববার কাস্টমস হাউস এবং এলসি স্টেশনসমূহ ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এই দুইদিন কাস্টমস হাউস এবং এলসি স্টেশনসমূহে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে।
আগামী ২৬ মে সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে বলে জানানো হয়।
পরিষদের আগের তিনটি দাবির সঙ্গে নতুন করে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি যুক্ত হয়েছে। গত ১৪ মে থেকে অধ্যাদেশ বাতিল, পরামর্শক কমিটির সুপারিশ প্রকাশ এবং অংশীজনের মতামতের ভিত্তিতে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করার দাবি জানিয়ে কলম বিরতি পালন করে আসছে ঐক্য পরিষদ।
পাঠকের মতামত
রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে এধরনের কর্মসূচি কতটা গ্রহণযোগ্য ভেবে দেখা যায়। কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী বেতন-পদোন্নতি পেলে সমস্যা হওয়ার কথা নয়। কারো কারো দক্ষিণা কমে যাবে কি? রাজস্বে চাকরি পেলে নাকি তার আর ভাবনা থাকেনা!